রাত পোহালে দুর্যোগ দক্ষিণবঙ্গে! কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা? আবহাওয়ার আগাম খবর জানুন

Published on:

Published on:

south bengal weather(71)

বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে। কাল মহালয়া। এদিকে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। হত নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে অবস্থান করতে পারে। যার জেরে ফের দুর্যোগ ঘনিয়ে আসতে পারে রাজ্যে। আবহাওয়া দপ্তর (Weather Department) জানাচ্ছে, আগামীকালও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি থাকবে আপাতত | South Bengal Weather

বর্তমানে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। রবিবার মহালয়ার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজবে। তালিকায় নদিয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। যদিও ভারী বৃষ্টি হবে না। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিমে মেদিনীপুরের কিছু অংশে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পুরুলিয়ায়।

এরপর সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। যার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পুজোর আগে আপাতত বৃষ্টির হাত থেকে সেভাবে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। এদিকে পুজো নিয়েও খারাপ খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর।

south bengal weather(62)

২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। এরপর ২ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। নবমীর দিন থেকে বৃষ্টি আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ৭ বছরে বদলে গিয়েছেন মধুমিতা! নতুন সিরিয়াল শুরু হতেই কটাক্ষ দর্শকদের, টিআরপিতে কী প্রভাব পড়বে?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের উপরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে আজও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি চলবে। তবে আগামীকাল থেকে আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।