মদ ছেড়ে গাঁজা ধরার প্রস্তাব দিয়েছিলেন অরিজিৎ! কানে তোলেননি জুবিন, কেন?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্র পতন হয়েছে শুক্রবার। মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে আচমকাই ঘটে যায় এত বড় অঘটন। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে। সেই সঙ্গে তাঁর অতীতের কিছু ঘটনা নিয়েও নতুন করে শুরু হয়েছে চর্চা। অনেকে তাঁর মৃত্যুর জন্য তাঁর জীবনযাত্রার ধরণকেও দায়ী করেছেন।

মদের আসক্তি ছিল জুবিনের (Zubeen Garg)!

জানা যায়, জুবিনের (Zubeen Garg) সুপারহিট গান ‘পিয়া রে’ নিয়ে ইন্ডাস্ট্রিতে এখনও গুঞ্জন শোনা যায়। শোনা যায়, অতিরিক্ত মদ্যপানের জেরে নাকি এই গানটি গাইতে গিয়ে গলা বুজে আসত তাঁর। সে সময়ই নাকি জুবিনকে (Zubeen Garg) মদ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং।

Zubeen garg once said arijit singh advised him to try this drug

কী বলেছিলেন অরিজিৎ: পরবর্তীতে একথা নিজেই স্বীকার করেছিলেন জুবিন (Zubeen Garg)। এক পডকাস্টে নিজের মদের নেশার কথা স্বীকার করে তিনি বলেছিলেন, অরিজিৎ নাকি তাঁকে মদ ছেড়ে গাঁজা ধরার পরামর্শ দিয়েছিলেন! যদিও সেকথা সরাসরি বলেননি তিনি। পডকাস্টে জুবিন (Zubeen Garg) বলেছিলেন, ‘অরিজিৎ গাঁজা খায়, আমি মদ খাই। ও আমার ভাই’।

আরও পড়ুন :৭ বছরে বদলে গিয়েছেন মধুমিতা! নতুন সিরিয়াল শুরু হতেই কটাক্ষ দর্শকদের, টিআরপিতে কী প্রভাব পড়বে?

অরিজিতের পরামর্শ শোনেননি জুবিন: রসিকতা করে জুবিন (Zubeen Garg) আরও বলেছিলেন, করিয়া রয়েছেন ‘এয়ারফোর্সে’ আর তিনি রয়েছেন ‘সমুদ্রে’। অরিজিৎ নাকি অনেকবার তাঁকে ‘এয়ারফোর্সে’ আসার কথা বলেছেন, কিন্তু তিনি কান দেননি। কারণ তিনি ধোঁয়া সহ্য করতে পারেন না। শোনা যায়, গাড়ি দুর্ঘটনায় বোনের মৃত্যুর পর থেকেই নাকি ভেঙে পড়েছিলেন জুবিন (Zubeen Garg)। মদের আসক্তি বাড়তে বাড়তে নেশায় ডুবে গিয়েছিলেন তিনি। কেরিয়ারেও ছাপ পড়েছিল জুবিনের।

আরও পড়ুন : BJP-র মাস্টারস্ট্রোক! বাংলার বাইরে বাঙালি জাগরণে খোদ মোদীর বারাণসীতে দুর্গাপুজো পরিচালনার ভার সুকান্তর কাঁধে

সম্প্রতি জুবিনের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী। তিনি বলেন, স্কুবা করতে গিয়ে মৃত্যু হয়নি গায়কের। সে সময়ে আরও দুজন ছিল তাঁর সঙ্গে। তিনজন একসঙ্গেই নেমেছিলেন অ্যাডভেঞ্চার স্পোর্টসে। তাঁরা প্রথমে দ্বীপে ফিরে আসেন। কিন্তু জুবিন (Zubeen Garg) নাকি ফের সাঁতার কাটতে যান। তখনই সম্ভবত মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।