লোকাল ট্রেনের ভাড়ায় বন্দে ভারতের সুবিধা! ডাকা হল ২৩৮টি টেন্ডার, বড় ভোলবদল রেলের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দূরপাল্লার সঙ্গে সঙ্গে লোকাল ট্রেনের ভোল বদল করতেও উদ্যোগী হয়েছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। যাত্রীদের সর্বাধিক সুবিধা দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে রেল। বাংলায় পুজোর আগেই শুরু হয়েছে দু দুটি রুটে এসি লোকাল ট্রেন (Local Train)। এবার ভবিষ্যতে নন এসি লোকালের ক্ষেত্রেও বড় বদল আনার সিদ্ধান্ত নিল রেলওয়ে (Indian Railways)।

লোকাল ট্রেন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)

এবার থেকে নন এসি লোকাল ট্রেনেও থাকবে স্বয়ংক্রিয় দরজা। সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী (Indian Railways) অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, ভবিষ্যতে যে নন এসি লোকাল ট্রেন তৈরি করা হবে তাতেও এসি লোকালের মতোই থাকবে অটোমেটিক দরজা। মূলত যাত্রীদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী (Indian Railways)।

Indian railways to transform local train in new form

বন্দে ভারতের মতো সুবিধা লোকালে: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বন্দে ভারত এক্সপ্রেসের (Indian Railways) মতোই সুবিধা পাওয়া যাবে নতুন প্রজন্মের লোকাল ট্রেনে। তিনি বলেন, বিমানে সফর করার সময়ে চোখ শুকিয়ে যায়। কিন্তু বন্দে ভারতের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ বন্দে ভারত এক্সপ্রেসে অক্সিজেনের মাত্রা বেশি থাকে, যা ট্রেনের কোচের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : মদ ছেড়ে গাঁজা ধরার প্রস্তাব দিয়েছিলেন অরিজিৎ! কানে তোলেননি জুবিন, কেন?

ডাকা হয়েছে টেন্ডার: নতুন প্রজন্মের লোকাল ট্রেনগুলিতেও এই ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। যদিও এই উদ্যোগ আপাতত মুম্বইয়ের লোকাল ট্রেনের ক্ষেত্রেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেল (Indian Railways)। ইতিমধ্যে ২৩৮ টি নতুন প্রজন্মের লোকাল ট্রেনের জন্য টেন্ডার ডাকা হয়েছে বলে জানান রেলমন্ত্রী (Indian Railways)। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে মুম্বইতে যে এসি লোকালগুলি রয়েছে তাতে কীভাবে দরজা বন্ধ করার ব্যবস্থা করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। এই ধরণের নন এসি লোকালের ক্ষেত্রে রেট্রো ফিট ডোর থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

আরও পড়ুন : রবিবার ছুটির দিনে পদ্মার ইলিশ খাওয়ার প্ল্যান? বাজারে যাওয়ার আগে জেনে নিন লেটেস্ট দর

মুম্বইতে নন এসি লোকালের ক্ষেত্রে বদল আনলেও বাংলা এবং অন্য রাজ্যের ক্ষেত্রে এই উদ্যোগ কবে নেওয়া হবে তা এখনও জানা যায়নি। তবে যেমনটা জানা যাচ্ছে, শিয়ালদহ ডিভিশনে তিনটি এসি লোকালের ক্ষেত্রে যেমন সাড়া পাওয়া গিয়েছে তাতে এসি লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর ব্যাপারে রেল চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।