বাংলাহান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ফের রক্ত ঝরল সেনা-জঙ্গি সংঘর্ষে। উধমপুরে (Udhampur) জইশ-ই-মহম্মদের জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহিদ হলেন এক সাহসী সেনা জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় তিন থেকে চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালিয়ে চারদিক ঘিরে ফেলেছে সেনা। এই মুহূর্তে সংঘর্ষ চলছেই এবং সেনার হোয়াইট নাইটস কর্পস জানিয়েছে, অভিযান এখনো শেষ হয়নি।
জম্মু-কাশ্মীরে ফের সেনা-জঙ্গি লড়াই (Jammu and Kashmir)
প্রাথমিকভাবে জানা গিয়েছিল কিস্তওয়ার এলাকায় সেনা ও জঙ্গিদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। পরে নিশ্চিত হয় যে ডোডা-উধমপুর (Jammu and Kashmir) সীমান্তেই গুলির লড়াই চলছে। সেনা, স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে জঙ্গিদের অবস্থান ঘিরে ধরা হয়। এই সময় জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন এক জওয়ান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: গ্রিন থেকে গোল্ড— ট্রাম্পের নতুন ভিসা খেলা! মার্কিন ‘গোল্ড কার্ড’ পেতে কত খরচ করতে হবে জানেন?
সেনা সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া জঙ্গিরা জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। গোয়েন্দাদের মারফত খবর পাওয়া মাত্রই অভিযান শুরু করা হয়। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে বাহিনী। সেনা সূত্রের দাবি, জঙ্গিদের কেউ পালাতে পারবে না (Jammu and Kashmir)।
উল্লেখ্য, বিগত এক বছরে এই এলাকাতেই বহুবার জঙ্গি-সেনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৬ জুন বসন্তগড় জঙ্গলে এক জঙ্গিকে খতম করে সেনা। পরে জানা যায়, সে জইশ-ই-মহম্মদের এক শীর্ষ কম্যান্ডার, যে গত চার বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিল। ঠিক তার আগেও, ২৫ এপ্রিল একই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন এক সেনা জওয়ান (Jammu and Kashmir)।
অপারেশন সিঁদুরের পর থেকেই জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ সারা রাজ্য জুড়ে কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে শ্রীনগর, বারামুল্লা, অনন্তনাগ, কুপওয়াড়া, হান্দওয়াড়া, পুলওয়ামা ও সোপিয়ানে ব্যাপক ধরপাকড় ও তল্লাশি অভিযান চলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। প্রশাসনের দাবি, এর ফলে বহু সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: অশান্তির আগুনে পুড়ে ছাই প্রায় গোটা দেশ, আর্থিক ক্ষতিপূরণ মেটাতে পুনর্গঠনে মরিয়া নেপাল
তবে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ ফের এই অঞ্চলে নিজেদের ঘাঁটি শক্ত করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। সেনা সূত্রের আশঙ্কা, পাকিস্তানের মদতেই এই জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। তাই সেনা ও পুলিশ যৌথভাবে কঠোর পদক্ষেপ নিতে চলেছে (Jammu and Kashmir)।
উধমপুরের এই সংঘর্ষে এক সেনা জওয়ানের শহিদ হওয়া দেশবাসীর হৃদয়কে আবারও কাঁপিয়েছে। সেনা জানিয়েছে, শহিদের আত্মত্যাগ বৃথা যাবে না। সমস্ত জঙ্গিকে শেষ পর্যন্ত নিকেশ করা হবে। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) অশান্ত উপত্যকা ফের একবার প্রমাণ করল, সন্ত্রাস নির্মূলের লড়াই এখনও শেষ হয়নি।