পুরীর জগন্নাথ মন্দিরে মোবাইল ব্যবহারে নতুন নিয়ম, এবার কাদের উপর কড়াকড়ি?

Published on:

Published on:

Puri Jagannath Temple imposes stricter ban on mobile phone use inside sanctum

বাংলা হান্ট ডেস্কঃ পুরী জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে আসতে চলেছে কড়া নিয়ম। শনিবার সন্ধ্যায় ‘ছাতিসা নিজোগ’-এর বৈঠকে মন্দির প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জগন্নাথ মন্দির চত্বরে যেখানে সেখানে আর মোবাইল ব্যবহার করা যাবে না।

মোবাইল ব্যবহার নিয়ে ঠিক কি বার্তা দিলেন মন্দির (Puri Jagannath Temple) প্রশাসনের মুখ্য প্রশাসক?

এদিন শ্রী জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) প্রশাসনের (SJTA) মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাধী জানান, প্রথম ধাপে পুলিশ, মন্দির কর্মী ও আধিকারিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে। পরে এই নিয়ম প্রযোজ্য হবে সেবায়েতদের ক্ষেত্রেও। তাঁর কথায়, “জরুরি প্রয়োজনে বা কোনও গুরুত্বপূর্ণ বার্তা পাঠাতে হলে নির্দিষ্ট স্থানে গিয়েই মোবাইল ব্যবহার করতে হবে। মন্দিরের মধ্যে মোবাইল ব্যবহার ধরা পড়লে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) আগে থেকেই সাধারণ ভক্তদের ক্ষেত্রে মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। তবে কিছু পুলিশ আধিকারিক এবং সেবায়েতদের বিশেষ অনুমতি ছিল। এবার সেই ছাড়কেও ধাপে ধাপে বন্ধ করার উদ্যোগ নিল মন্দির কর্তৃপক্ষ।

শুধু মোবাইল নিয়ন্ত্রণ নয়, বৈঠকে নেওয়া হয়েছে আরও কিছু বড় সিদ্ধান্ত। ‘কার্তিক’ মাসের পর পরীক্ষামূলকভাবে সারিবদ্ধ দর্শনের (queue-based darshan) ব্যবস্থা চালু হবে মন্দিরে (Puri Jagannath Temple)। সেই সঙ্গে এদিনের বৈঠকে কার্তিক মাসের পূজার সময়সূচিও নির্ধারিত হয়েছে।

Puri Jagannath Temple imposes stricter ban on mobile phone use inside sanctum

আরও পড়ুনঃ গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নতুন দাওয়াই! ভোটের আগে ব্লকে ব্লকে ‘বীরভূম মডেল’

উল্লেখ্য, ২০১১ ও ২০২১ সালে এমার মঠ থেকে উদ্ধার হওয়া ৫০০-রও বেশি রূপার ইঁট রাজ্য সরকারের অনুমতিতে মন্দিরে ফের আনার প্রস্তাবও গৃহীত হয়েছে। পাধী বলেন, “আমরা আশাবাদী, খুব শীঘ্রই এই রূপার ইঁটগুলো এসজেটিএ-র হাতে তুলে দেওয়া হবে।” এই সমস্ত সিদ্ধান্ত কার্যকর হলে পুরীর মন্দির (Puri Jagannath Temple) প্রশাসনের নিয়ন্ত্রণ আরও কড়া হবে বলেই মনে করছেন স্থানীয় মহল।