সিরিয়াল শুরু হতে না হতেই বিপত্তি, বাদ পড়লেন মুখ্য অভিনেতা! মধুমিতার কামব্যাক মেগা নিয়ে বিতর্ক

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন সিরিয়াল (Serial) ‘ভোলেবাবা পার করেগা’। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার। নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে এসেছেন তিনি দর্শকদের জন্য। তবে সিরিয়াল (Serial) শুরু আগেই ঘটে গেল বড়সড় রদবদল। বাদ পড়লেন মুখ্য অভিনেতা।

সিরিয়াল (Serial) থেকে বাদ পড়লেন অভিনেতা

সবেমাত্র শুরু হয়েছে নতুন সিরিয়ালটি। মুখ্য চরিত্রে রয়েছেন মধুমিতা এবং নীল। তবে আগে জানা গিয়েছিল, সিরিয়ালে (Serial) মধুমিতার বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে। কিন্তু সিরিয়াল (Serial) শুরু হতে দেখা গেল তাঁর জায়গায় রয়েছেন অন্য অভিনেতা। তবে কি বাদ পড়লেন তিনি?

Main actor reportedly removed from madhumita comeback serial

কী নিয়ে সমস্যা: টেলিপাড়ায় গুঞ্জন, মধুমিতার কামব্যাক ধারাবাহিক (Serial) থেকে বাদ পড়েছেন শঙ্কর চক্রবর্তী। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, প্রথম থেকেই তাঁর বেশ কয়েকটি তারিখ খালি না থাকার কথা তিনি জানিয়েছিলেন বলে জানান। অথচ তখন কোনও সমস্যার কথা বলেনি সংস্থা। তবে হঠাৎ করে কী এমন ঘটল?

আরও পড়ুন : লোকাল ট্রেনের ভাড়ায় বন্দে ভারতের সুবিধা! ডাকা হল ২৩৮টি টেন্ডার, বড় ভোলবদল রেলের

তারিখ নিয়ে দ্বন্দ্ব: অভিনেতা জানান, সিরিয়ালটি (Serial) প্রথমে শুরুর কথা ছিল অগাস্ট মাস থেকে। সে সময়ে সিরিয়ালের শুটিংয়ের সঙ্গে তাঁর তারিখের কোনও দ্বন্দ্ব তৈরি হয়নি। কিন্তু এখন যখন সম্প্রচার পিছিয়ে সেপ্টেম্বরে চলে এসেছে, এখন তাঁর নাটকের শো এবং ছবির শুটিং রয়েছে বলে জানান অভিনেতা। এদিকে সিরিয়ালের (Serial) শুটিংয়ের তারিখেও বদল করা যাবে না বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন : ‘জয় কালী’ বলে খাঁড়া হাতে নাচ দেবের, ‘রঘু ডাকাত’এর মেগা ট্রেলার লঞ্চে বড় চমক শুভশ্রীর!

এদিকে টেলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে, সিরিয়াল থেকে বাদ পড়ায় নাকি ক্ষুব্ধ হয়েছেন শঙ্কর চক্রবর্তী। তবে অভিনেতা বলেন, রাগ তিনি করেননি, খারাপ লেগেছে। বড় প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্য রেখে কাজের সুযোগ নষ্ট করতে যাবেন কেন? তবে তিনি এও জানান, পুজোর আগে তাঁর একটু আর্থিক সমস্যা হয়েছে। সেই কারণেই চিন্তায় রয়েছেন।