বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৫-এ রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর ফের মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের “হাইভোল্টেজ” ম্যাচে ভারত ও পাকিস্তান (Pakistani Players) মাঠে নামবে। এর আগে এই ২ টি দল গ্রুপ পর্বেও একে অপরের মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতীয় দল ৭ উইকেটে জয়লাভ করেছিল।
পাকিস্তানি খেলোয়াড়দের Pakistani Players) অনুপযুক্ত আচরণ:
তবে, ওই ম্যাচের পরে ভারতীয় খেলোয়াড়রা পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করায় শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে পাকিস্তান অনেক জলঘোলাও করে। ঠিক এই আবহেই পাকিস্তানি খেলোয়াড়দের (Pakistani Players) অনুপযুক্ত আচরণ ফের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে।
Pakistan players are not playing their dirty games outside the field but have started it inside the field. Shouting 6-0, 6-0 while playing foot volley in their warm-up routine. Someone remind them, 11 players play cricket. Shameless.
— Subhayan Chakraborty (@CricSubhayan) September 20, 2025
উল্লেখ্য যে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে উত্তেজনা আরও তীব্র হয়েছে। মূলত, দুবাইয়ের ICC অ্যাকাডেমিতে সম্পন্ন হওয়া সাম্প্রতিক প্র্যাকটিস সেশনের সময়ে পাকিস্তানি খেলোয়াড়দের (Pakistani Players) তরফে “৬-০, ৬-০” স্লোগান দেওয়ার খবর পাওয়া গেছে। যা ভারতের প্রতি বিদ্রূপ হিসেবে দেখা হচ্ছে। জানিয়ে রাখি যে সাম্প্রতিক সামরিক সংঘাতের সময়ে পাকিস্তান বিমান বাহিনীর তরফে করা ৬ টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করার দাবিকেই এহেন স্লোগানের যোগসূত্র হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের মাধ্যমে আর হবে না এই কাজ! RBI-এর নির্দেশে বন্ধ হল বিশেষ পরিষেবা
খবর অনুযায়ী, অনুশীলনের সময়ে পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ এই স্লোগান শুরু করেন। এর পরে অন্যান্য পাক খেলোয়াড়দেরও (Pakistani Players) “৬-০, ৬-০” সেটি উচ্চারণ করতে শোনা যায়। এই প্রসঙ্গে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে, ফাস্ট বোলার হারিস রউফকে “৬-০-“র ইঙ্গিত দিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: Jio-Airtel-এর উড়বে ঘুম! চলতি বছরেই আসছে BSNL 5G, কোন কোন শহরে শুরু হবে পরিষেবা?
প্রথম ম্যাচেও হয় বিতর্ক: জানিয়ে রাখি যে, গ্রুপ পর্বের ম্যাচের পর থেকে ২ দলের মধ্যে বিতর্কিত পরিবেশ বিরাজ করছে। গত এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর, ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের (Pakistani Players) সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নেয়। যার জবাবে, পাকিস্তান প্রেস কনফারেন্স বয়কট করে। পাশাপাশি, পাকিস্তান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে অপসারণের দাবিও জানায়। কিন্তু ICC তাদের দাবি দু’বার প্রত্যাখ্যান করে। এবার সেই পাইক্রফটকেই সুপার ফোরের ম্যাচের জন্য রেফারি নিযুক্ত করা হয়েছে। যা বিতর্ককে আরও বাড়িয়ে তুলতে পারে।