শুরু হচ্ছে Amazon-Flipkart-এ দুর্ধর্ষ সেল! এই ১০ টি উপায়ে কম খরচে করুন জমিয়ে কেনাকাটা

Published on:

Published on:

Amazon-Flipkart Sale 2025 is starting.

বাংলাহান্ট ডেস্ক: উৎসবের মরশুমে আসতে চলেছে amazon-flipkart এর আকর্ষণীয় সেল (Amazon-Flipkart Sale 2025)। ভারতের অন্যতম বড় উৎসব নবরাত্রি প্রায় এসেই গেছে বলা যায়, আর তার সঙ্গে জুড়েছে ভারতের ই-কমার্সের দুই বৃহৎ সংস্থার সবচেয়ে বড় ফেস্টিভাল সেল। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে Flipkart Big Billion Days এবং Amazon Great Indian Festival। প্রতিবছরের মতোই এই বছরও গ্রাহকদের জন্য থাকছে দুর্দান্ত অফার, বিশাল ছাড় আর নানা আকর্ষণীয় ডিল। তবে একেবারে ভেবে চিন্তে না কিনলে অযথা বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই এবারও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু সহজ কৌশল মেনে চললে যেমন আপনার বাজেট অটুট থাকবে, তেমনই সেরা অফারও হাতছাড়া হবে না।

amazon-flipkart এর আকর্ষণীয় সেল (Amazon-Flipkart Sale 2025)

i) কেনাকাটা শুরুর আগে একটি শপিং লিস্ট তৈরি করা জরুরি। কোন জিনিস আপনার প্রয়োজন আর কোনটা নয়, তা পরিষ্কার বোঝা গেলে অযথা প্রলোভন এড়ানো সম্ভব (Amazon-Flipkart Sale 2025)।

ii) বাজেট নির্ধারণ করাও সমান গুরুত্বপূর্ণ। কত টাকার মধ্যে কেনাকাটা করবেন তা আগে থেকে স্থির করে ফেললে অকারণে খরচ বাড়বে না (Amazon-Flipkart Sale 2025)।

আরও পড়ুন:ভারতের উদ্দেশ্যে ঘৃণ্য মস্করা! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে পাক খেলোয়াড়রা যা করলেন…

iii) প্রোডাক্টের দাম সব প্ল্যাটফর্মে সমান হয় না। তাই তুলনা করা দরকার। দাম নিরীক্ষণের জন্য বিশেষ অ্যাপ বা ওয়েবসাইট কাজে লাগতে পারে (Amazon-Flipkart Sale 2025)।

iv) ব্যাংক অফার ও UPI অ্যাপের ছাড়ও দারুণ সেভিংস এনে দিতে পারে। নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পাওয়া যায় (Amazon-Flipkart Sale 2025)।

v) অনেক সময় দেখা যায় ডিসকাউন্ট দেখানোর আগে দাম বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে দাম-হিস্ট্রি চেক করলে প্রকৃত অফারের হিসাব বোঝা যাবে (Amazon-Flipkart Sale 2025)।

vi ) পুরনো মোবাইল বা অ্যাপ্লায়েন্স এক্সচেঞ্জ করে নতুন জিনিস কিনলে খরচ আরও কমে যায়। এর পাশাপাশি ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট, ক্যাশব্যাক কুপন বা ওয়ালেট ব্যালান্স কাজে লাগিয়ে খরচ হালকা করা সম্ভব (Amazon-Flipkart Sale 2025)।

vii) কেনাকাটার সময় সবসময় সতর্ক থাকতে হবে। অনেকেই আকর্ষণীয় ‘নো-কস্ট EMI’ অফারে প্রলুব্ধ হন। কিন্তু মাসিক কিস্তি শোধ করা সহজ কি না, বা কোনও লুকোনো চার্জ আছে কি না—তা খুঁটিয়ে দেখা দরকার (Amazon-Flipkart Sale 2025)।

viii) শুধু দাম দেখে কেনাকাটা করলে বিপদ হতে পারে। তাই প্রোডাক্ট ও সেলারদের রিভিউ ও রেটিং অবশ্যই যাচাই করতে হবে (Amazon-Flipkart Sale 2025)।

Amazon-Flipkart Sale 2025 is starting.

আরও পড়ুন:চলে এল উৎসবের মরশুম! মহালয়ার দিন সোনা-রুপোর দাম বাড়ল না কমল? জানুন লেটেস্ট রেট

ix) সেলের সময়সীমার মধ্যে আকস্মিকভাবে সীমিত সময়ের জন্য বিশেষ অফার দেওয়া হয়। যদি আপনার তালিকার কোনও প্রোডাক্ট সেখানে পড়ে যায়, তবে দেরি না করে সঙ্গে সঙ্গে কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ (Amazon-Flipkart Sale 2025)।

x) Flipkart এবং Amazon-এর এই উৎসবমুখর সেল শুধুমাত্র শপিং করার জন্যই নয়, বরং স্মার্ট প্ল্যানিং করে প্রয়োজনীয় জিনিস সেরা দামে কেনার সুবর্ণ সুযোগ। নবরাত্রির এই উৎসবের মরসুমে অফারের ভিড়ে খরচের ভারসাম্য বজায় রাখতে পারলে নিশ্চিতভাবেই আনন্দ দ্বিগুণ হবে (Amazon-Flipkart Sale 2025)।