রামকে নিয়ে তীর্যক মন্তব্য, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ! নচিকেতাকে স্বস্তি দিল হাইকোর্ট

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শ্রীরামের নামে বক্রোক্তি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিস্তর আইনি জলঘোলাও হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। ভগবান রামের নামে তীর্যক মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল শ্যামপুকুর থানায়। কিন্তু যথেষ্ট তথ্যপ্রমাণের অভাবে সেই মামলা খারিজ হয়ে যায় হাইকোর্টে।

নচিকেতার (Nachiketa Chakraborty) বিরুদ্ধে ওঠে অভিযোগ

একটি লাইভ শো চলাকালীন ভগবান শ্রীরামের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করার অভিযোগ উঠেছিল নচিকেতার (Nachiketa Chakraborty) বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি, এমন অভিযোগ এনে বিশ্ব হিন্দু পরিষদের তরফে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। অনির্বাণ ভট্টাচার্য ওই মামলা দায়ের করেছিলেন।

Nachiketa Chakraborty got big relief in Calcutta high Court

কী বলে আদালত: এদিকে শ্যামপুকুর থানার রিপোর্ট মিলতেই মামলা খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার গুপ্ত। তিনি এদিন বলেন, অভিযোগ গুরুতর হলেও এর কোনও প্রমাণ মেলেনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ক্লিপিংয়ের ভিত্তিতে দায়ের হয়েছে অভিযোগ। এরপরেই উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে মামলা খারিজ করে দেন তিনি।

আরও পড়ুন : ‘জয় কালী’ বলে খাঁড়া হাতে নাচ দেবের, ‘রঘু ডাকাত’এর মেগা ট্রেলার লঞ্চে বড় চমক শুভশ্রীর!

মেলেনি কোনও প্রমাণ: আদালত এ বিষয়ে আরও বলে, অভিযোগের মতো গায়কের (Nachiketa Chakraborty) মন্তব্যের প্রেক্ষিতে কোনও প্রমাণ মেলেনি। অভিযোগ মতে, নচিকেতার ওই মন্তব্যের প্রেক্ষিতে কোনও হিংসাত্মক ঘটনার উল্লেখও পুলিশি রিপোর্টে নেই।

আরও পড়ুন : সিরিয়াল শুরু হতে না হতেই বিপত্তি, বাদ পড়লেন মুখ্য অভিনেতা! মধুমিতার কামব্যাক মেগা নিয়ে বিতর্ক

এই সমস্ত বিষয় বিবেচনা করেই এদিন আদালত বলে, এই অভিযোগের ভিত্তিতে নচিকেতা চক্রবর্তীর অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। তথ্য প্রমাণের অভাবেই মামলা খারিজ হয়ে যায় হাইকোর্টে।