বাংলা হান্ট ডেস্কঃ মানব পাচারের (Human Trafficking) একটি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় সংস্থা NIA। সূত্রের খবর, ধৃতরা গাইঘাটার বাসিন্দা অমল কৃষ্ণ মণ্ডল এবং বনগাঁর বাসিন্দা আমির আলী শেখ।
ভুবনেশ্বরে এক নাবালিকা কে উদ্ধার করতে গিয়ে মানব পাচার চক্রের (Human Trafficking) হদিস পায় পুলিশ
NIA সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে ভুবনেশ্বরে এক নাবালিকাকে উদ্ধার করে ওড়িশা পুলিশ। তদন্তে দেখা যায়, নাবালিকাটিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে আনা হয়েছিল। প্রথমে কলকাতা, এরপর কটকে তার থাকার ব্যবস্থা করা হয়। ওই নাবালিকার সঙ্গে কথা বলে মানব পাচার চক্রের (Human Trafficking) হদিশ পায় পুলিশ। তদন্তে NIA-এর গোয়েন্দারা জানতে পারেন, ধৃত এই দম্পতির যোগ রয়েছে মানব পাচারের (Human Trafficking) সঙ্গে। এছাড়া তদন্তে উঠে আসে যে, তারা মূলত বাংলাদেশের বাসিন্দা। তাদের আর্থিক লেনদেন খতিয়ে দেখে মানব পাচার চক্রের বিস্তারের নানা তথ্য পাওয়া গিয়েছে।
তদন্তে আরও জানা গেছে যে, অমল কৃষ্ণ মণ্ডল সীমান্ত পার করে আসা নাবালিকার থাকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, আর আমির আলী শেখ বৈদেশিক মুদ্রা লেনদেনের কাজের সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে টোটো চলাচলে শৃঙ্খলা ফেরাতে নতুন নীতি, ১১ পাতার নির্দেশিকা দিল পরিবহণ দপ্তর
শনিবার ভুবনেশ্বর থেকে পাঠানো NIA টিম বনগাঁয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় এবং পরে ট্রানজিট রিমান্ডে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। ধৃতদের থেকে মোবাইল ফোন, পাসপোর্ট ও বিভিন্ন নথি বাজেয়াপ্ত করেছে NIA। গোয়েন্দারা ইতিমধ্যেই ধৃতদের বাংলাদেশের সঙ্গে লেনদেনের তথ্য পেয়েছেন এবং সেই সূত্র ধরে তদন্ত আরও বিস্তৃত আকারে চলছে বলে খবর সূত্রের।