বাংলা হান্ট ডেস্ক: আগামীকাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে GST সংস্কার কার্যকর হতে চলেছে। যার অধীনে ১২ থেকে ২৮ শতাংশ ট্যাক্স স্ল্যাব বিলুপ্ত করা হবে এবং শুধুমাত্র ৫ থেকে ১৮ শতাংশ ট্যাক্স স্ল্যাব থাকবে। এদিকে, এই GST সংস্কারের সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণে জানান যে, নবরাত্রির প্রথম দিন থেকে ৯৯ শতাংশ পণ্য এখন ৫ শতাংশ স্ল্যাবের আওতায় আসবে এবং সেগুলি সস্তা হয়ে উঠবে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন দেশের মানুষ এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। পাশাপাশি, তাঁরা সহজেই নিজেদের পছন্দের জিনিস কিনতে পারবেন। এর ফলে দেশের দরিদ্র, মধ্যবিত্ত, যুবক-যুবতী, কৃষক এবং মহিলারা বিপুল সুবিধা পাবেন।
আগামীকাল থেকে শুরু হচ্ছে GST সঞ্চয় উৎসব:
প্রধানমন্ত্রী মোদী জানান যে, “আগামীকাল থেকে শক্তির আরাধনার উৎসব নবরাত্রি শুরু হচ্ছে। উৎসবের প্রথম দিন থেকেই দেশ আত্মনির্ভর ভারত অভিযানের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ নিচ্ছে। GST সংস্কার আগামী ২২শে সেপ্টেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কার্যকর হবে। যা দেশব্যাপী GST সঞ্চয় উৎসবের সূচনা করবে। এই পরিবর্তন আপনার সঞ্চয় বৃদ্ধি করবে এবং আপনার পছন্দসই জিনিসপত্র কেনা সহজ করে তুলবে।”
প্রধানমন্ত্রী বলেন, “নেক্সট জেনারেশন GST সংস্কার দরিদ্র-মধ্যবিত্ত থেকে শুরু করে যুবক-যুবতী কৃষক, মহিলা, দোকানদার, ব্যবসায়ী এবং উদ্যোক্তা সকলের জন্যই ব্যাপকভাবে উপকৃত হবে এবং উৎসবের মরশুমে সকলেরই মিষ্টিমুখ হবে।” প্রধানমন্ত্রী জানান, “এই পরিবর্তনগুলি দেশের প্রতিটি পরিবারের সুখ বৃদ্ধি করবে। এই পরিবর্তন ভারতের উন্নয়নের গল্পকে নতুন গতি দেবে। এর ফলে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে স্বস্তি পাবে। তাই আমরা ব্যবসাকে সহজ এবং বিনিয়োগকে আকর্ষণীয় করে তুলব। এর সঙ্গে সঙ্গে, প্রতিটি রাজ্যকে উন্নয়নের দৌড়ে সমান অংশীদার করা হবে।”
My address to the nation. https://t.co/OmgbHSmhsi
— Narendra Modi (@narendramodi) September 21, 2025
৯৯ শতাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হবে: GST স্ল্যাব এবং হার পরিবর্তনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেছিলেন যে ও, দেশে কেবল ২ টি GST স্ল্যাব থাকবে। সেগুলি হল ৫ শতাংশ এবং ১৮ শতাংশ থাকবে। এমতাবস্থায়, ১২ শতাংশ এবং ২৮ শতাংশ স্ল্যাবের অধীনে থাকা পণ্যগুলি এই ২ টি বিভাগের মধ্যে পড়বে। এর ফলে জিনিসগুলি সস্তা হবে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়ে যাবে এবং খাদ্য ও পানীয় থেকে শুরু করে ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র হয় হয় করমুক্ত থাকবে, নয়তো মাত্র ৫ শতাংশ কর প্রযোজ্য হবে।”
আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় মেলেনি চান্স! এই “অখ্যাত” খেলোয়াড় হচ্ছেন BCCI সভাপতি, চেনেন মিঠুন মানহাসকে?
প্রধানমন্ত্রীর মতে, “এখন দৈনন্দিন জীবনে ব্যবহৃত ৯৯ শতাংশ জিনিসপত্রের দাম কমবে, কারণ এগুলির সবই ৫ শতাংশের আওতায় আসবে।” তিনি এই পরিবর্তনকে দরিদ্র, মধ্যবিত্ত এবং নিউ মিডিল ক্লাসের জন্য দ্বিগুণ আশীর্বাদ হিসেবে বিবেচিত করেছেন।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের মাধ্যমে আর হবে না এই কাজ! RBI-এর নির্দেশে বন্ধ হল বিশেষ পরিষেবা
দেশ আগে একাধিক করের জালে আটকে ছিল: এদিকে, GST বাস্তবায়নের পর থেকে দেশে যে পরিবর্তন এসেছে তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৭ সালে ভারত যখন GST-র দিকে এগিয়ে যায়, তখন এটি পুরনো ইতিহাস পরিবর্তন করে নতুন ইতিহাস তৈরির প্রক্রিয়ার সূচনা করে। পূর্বে, দেশের নাগরিক থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সকলেই সেলস ট্যাক্স, আবগারি কর সহ বিভিন্ন করের জালে আটকে থাকত। এবার আগামীকাল অর্থাৎ নবরাত্রির প্রথম দিন থেকে পরবর্তী প্রজন্মের GST সংস্কার বাস্তবায়িত হতে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রী।