বাংলাহান্ট ডেস্ক: নোবেল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) আচ্ছন্নতা যেন আর কাটতেই চাইছে না। এই নিয়ে যে কত বার দাবি করলেন তা হিসেবে বহির্ভূত এবং ভবিষ্যতেও যে আর কতবার নিজেকে ‘শান্তির দূত’ প্রমাণের মরিয়া চেষ্টা চালিয়ে যাবেন তাও জানা নেই। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত তাঁর মধ্যস্থতায় থেমে গিয়েছে। এবারও তেমনই মন্তব্য করলেন তিনি। শনিবার আমেরিকার কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স নৈশভোজে যোগ দিয়ে ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি নিজেই থামিয়েছেন। শুধু তাই নয়, তাঁর দাবি, অন্তত সাত-সাতটি বড় যুদ্ধ তাঁর নেতৃত্বে থেমেছে এবং প্রত্যেকটির জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।
‘নোবেল মোহে’ আচ্ছন্ন ট্রাম্প (Donald Trump)
সভায় ট্রাম্প (Donald Trump) স্পষ্ট ভাষায় বলেন, “আমরা শান্তি চুক্তি করাচ্ছি, যুদ্ধ থামাচ্ছি। ভারত-পাকিস্তানের কথাই ভাবুন। জানেন কীভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যচুক্তির মাধ্যমে। আমি ভারতকে বলেছিলাম, যদি যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে বাণিজ্য করব না। তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। তাই তারা থেমে যায়। কারণ, তারা বাণিজ্য চাইছিল।” তিনি আরও জানান, দুই দেশের নেতাকেই তিনি সম্মান করেন, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ফের বিহার! এবার তেজস্বীর সভা থেকে প্রধানমন্ত্রীর মা-কে গালিগালাজ, কড়া প্রতিক্রিয়া বিজেপির
শুধু ভারত-পাকিস্তান নয়, ট্রাম্প (Donald Trump) দাবি করেন, তাঁর উদ্যোগে তাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজ়ারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইজ়রায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোর যুদ্ধও থেমেছে। তাঁর কথায়, “যদি আপনি ওই পরিস্থিতিগুলির দিকে তাকান, দেখবেন আমরা সমস্ত যুদ্ধ থামিয়েছি। আমেরিকার কারণে বিশ্ব আবার শান্তির পথে হাঁটছে।”
ট্রাম্প (Donald Trump) আরও জানান, অনেকে তাঁকে বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তিনি নোবেলের প্রধান দাবিদার হয়ে উঠবেন। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। সে প্রসঙ্গে তিনি বলেন, “ঠিক আছে, কিন্তু বাকি সাতটা যুদ্ধের বিষয়ে কী বলবেন? প্রত্যেকটা যুদ্ধ থামানোর জন্য আমার একটা করে নোবেল পাওয়া উচিত।” তাঁর বক্তব্য, তিনি ভেবেছিলেন রাশিয়া-ইউক্রেন সংঘাতও দ্রুত মিটিয়ে ফেলতে পারবেন, কারণ ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল ছিল।
গত কয়েক বছর ধরে ট্রাম্প (Donald Trump) বারবার নোবেল শান্তি পুরস্কার নিয়ে মন্তব্য করেছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দাবি করেন, জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁকে নোবেলের জন্য মনোনীত করেছিলেন, যখন তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকে বসেন। ২০১৮ সালে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে আলোচিত হয়।
আরও পড়ুন:শুরু হচ্ছে Amazon-Flipkart-এ দুর্ধর্ষ সেল! এই ১০ টি উপায়ে কম খরচে করুন জমিয়ে কেনাকাটা
তবে ট্রাম্পের (Donald Trump) অভিযোগ, তাঁর রাজনৈতিক অবস্থানই তাঁকে নোবেল থেকে বঞ্চিত করছে। তাঁর ভাষায়, “আমি মনেপ্রাণে দক্ষিণপন্থী নেতা, তাই হয়তো আমি কখনও নোবেল পাব না।” ২০২০ সালের জানুয়ারিতে তিনি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নোবেল জয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি ছিল, সেই সম্মান তাঁর প্রাপ্য ছিল।
২০২৪ সালে দ্বিতীয়বার নির্বাচনে জয়লাভের আগে ডেট্রয়েটের এক সভায় ট্রাম্প (Donald Trump) বলেন, “যদি আমার নাম ওবামা হত, তবে ১০ সেকেন্ডের মধ্যে আমি নোবেল পুরস্কার পেতাম।” এবারও তাঁর বক্তব্য একই সুরে—একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব তাঁর, অথচ আন্তর্জাতিক মহল তা স্বীকার করছে না।