বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনে টেলিকম সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই Reliance Jio তাদের গ্রাহকদের জন্য দারুণ সব রিচার্জ প্ল্যান চালু করছে। তবে, রেগুলার প্ল্যানগুলিতে অতিরিক্ত ডেটা দেওয়া হয় না। সেক্ষেত্রে, গ্রাহকরা দৈনিক ডেটা লিমিট অতিক্রম করলে ডেটা প্যাকগুলি খুবই কার্যকর হতে পারে।
Reliance Jio-র সাশ্রয়ী ডেটা প্যাক:
এমতাবস্থায়, আপনিও যদি একজন Reliance Jio ব্যবহারকারী হন, সেক্ষেত্রে আমরা আপনাকে Jio-র সবচেয়ে সাশ্রয়ী মূল্যের কিছু ডেটা প্যাক সম্পর্কে জানাচ্ছি। এই ডেটা প্যাকগুলির দাম ৭০ টাকারও কম। এই প্যাকগুলির মধ্যে সবচেয়ে সস্তার প্যাকের দাম ১১ টাকা। যেখানে ১০ GB হাই-স্পিড ডেটা পাওয়া যায়। এদিকে, ৩৯ টাকার একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ৩ GB ডেটা পাওয়া যায়।
৬৯ টাকার ডেটা প্যাক: Reliance Jio-র এই ডেটা প্যাকটি গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের জন্য ৬ GB ডেটা দেয়। এই ডেটা প্যাকের মেয়াদ ৭ দিন।
৪৯ টাকার ডেটা প্যাক: Jio-র এই ডেটা প্যাকের মেয়াদ ১ দিন এবং এতে ২৫ GB হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৬৪ kbps-এ নেমে আসবে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! আধার কার্ড সংক্রান্ত এই নিয়মগুলি না মানলেই পড়বেন বিপদে, হতে পারে জেলও
৩৯ টাকার ডেটা প্যাক: Reliance Jio-র এই ডেটা প্যাকের মেয়াদ ৩ দিন। যেখানে গ্রাহকরা প্রতিদিন ৩ GB হাই-স্পিড ডেটা পাবেন।
২৯ টাকার ডেটা প্যাক: Jio-র এই ডেটা প্যাকটির ভ্যালিডিটি ২ দিন স্থায়ী। যেখানে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ২ GB ডেটা পাবেন।
আরও পড়ুন: নবরাত্রিতে দেশজুড়ে শুরু GST সাশ্রয় উৎসব! জাতির উদ্দেশ্যে ভাষণে ফের আত্মনির্ভরতার আহ্বান মোদীর
১৯ টাকার ডেটা প্যাক: এই প্ল্যানের মেয়াদ ১ দিন। যেখানে ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারের জন্য ১ GB ডেটা পাবেন।
১১ টাকার ডেটা প্যাক: Reliance Jio-র এই ডেটা প্যাকটি অসাধারণ। ১১ টাকার এই ডেটা প্যাকটি গ্রাহকদের ১০ GB হাই-স্পিড ডেটা প্রদান করে। তবে, প্ল্যানের মেয়াদ মাত্র ১ দিন।