কামব্যাক করতে মরিয়া, দুর্গম লাদাখে শুটিং করতে গিয়ে গুরুতর আহত সলমন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সময়টা বেশ খারাপই যাচ্ছে সলমন খানের (Salman Khan)। বক্স অফিসে তেমন সাড়া নেই ছবির, এদিকে আবার খুনের হুমকি লেগেই রয়েছে। এর মাঝেই নতুন ছবির শুটিং শুরু করেছিলেন ভাইজান। সেখানেও বিপত্তি। লাদাখের দুর্গম স্থানে শুটিং করতে গিয়ে গুরুতর আহত হলেন সলমন (Salman Khan)। পিছিয়ে গেল ছবির শুটিং।

লাদাখে হয় সলমনের (Salman Khan) আগামী ছবির শুটিং

‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং লাদাখে শুরু করেছিলেন সলমনb(Salman Khan)। প্রথম অংশের শুটিং হয় সেখানে। দীর্ঘ ৪৫ দিনের শুটিং শিডিউলে ১৫ দিন ছিল অভিনেতার শুটিং। জানা গিয়েছে, সেখানেই চোট পান সলমন (Salman Khan)। তাতে যদিও শুটিংয়ে প্রভাব পড়তে দেননি তিনি। তবে এবার ছবির দ্বিতীয় অংশের শুটিংয়ের আগে বিরতি নিলেন তিনি।

Salman khan got hurt while shooting in ladakh

দ্বিতীয় অংশের আগে বিরতি: মুম্বইতে ছবির দ্বিতীয় অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে আপাতত বিরতি নিয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে তারপরেই নাকি ফের শুটিং শুরু করতে চান তিনি। তাই আপাতত মুম্বইতে ছবির শুটিং পিছিয়েছে।

আরও পড়ুন : সবটাই ঘটেছিল পরিকল্পনা মাফিক, কসবা কাণ্ডে মনোজিতের কীর্তি ফাঁস CCTV ফুটেজে! চাঞ্চল্যকর দাবি চার্জশিটে

টিজারে চমক সলমনের: ছবির প্রথম টিজারে সেনার উর্দিতে চমকে দিয়েছেন সলমন (Salman Khan)। প্রথম ঝলকে অ্যাকশন মোডে দেখা মিলেছে তাঁর। চোখে মুখে আক্রোশ, রক্ত, ক্ষত। পেরেক গাঁথা মুগুর কাঁধে। প্রথম ঝলকেই বোঝা গিয়েছে, আবারও একটি অ্যাকশন নির্ভর ছবি নিয়ে আসছেন সলমন (Salman Khan)।

আরও পড়ুন : ‘এফআইআর প্রত্যাহার করুন’, জুবিনের মৃত্যুর পর হাতজোড় করে আর্জি বিধবা স্ত্রীর

ভারত চিন সীমান্ত সংঘাতের ক্ষেত্রে গালওয়ান অধ্যায় গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুই দেশের বাহিনী। সেবারে গোলাগুলি না চললেও চিনা সেনারা পেরেক গাঁথা মুগুর নিয়ে আক্রমণ করে ভারতীয় সেনাবাহিনীর উপরে। ২০ জন ভারতীয় সৈন্য শহিদ হয় বলে জানা যায়।