আর মাত্র কয়েকটা দিন! হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড ছুটবে মেট্রো, দেখুন কোন স্টেশনে যেতে কত ভাড়া

বাংলাহান্ট ডেস্ক : চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার মেট্রোর পক্ষ থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড-সহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনের ভাড়ার তালিকা প্রকাশ করা হল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত তাহলে কি বাণিজ্যিক পরিষেবা খুব শীঘ্রই শুরু হচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের বঙ্গ সফরে এসেছেন।

আরামবাগে শুক্রবার সভা করেন তিনি। শনিবার প্রধানমন্ত্রীর সভা রয়েছে কৃষ্ণনগরে। আবার আগামী ৬ মার্চ পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বারাসতের কাছারি ময়দানে সভা করার কথা রয়েছে তাঁর। তাই এখন জল্পনা তৈরি হয়েছে সেদিনই কি প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে নতুন এই মেট্রো লাইনের?

আরোও পড়ুন : রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় চমক! ভোটের আগেই বর্ধিত বেতন, ডিএ বিজ্ঞপ্তি জারি নবান্নের

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ব্যাপারে জানিয়েছেন, ‘‘খুব শীঘ্রই মেট্রো হাওড়া ময়দান পর্যন্ত চালু হবে। হাওড়া থেকে রুবি বা দক্ষিণেশ্বর যেতে কত লাগবে, তার ভাড়ার তালিকা প্রকাশ করা হল।’’ কলকাতা মেট্রোর পক্ষ থেকে লক্ষ্যমাত্রা নেওয়া হয় গত ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া।

আরোও পড়ুন : চূড়ান্ত হল নাম! আসানসোলে হেভিওয়েট প্রার্থী দিচ্ছে বিজেপি, শত্রুঘ্নর পাল্টা জনপ্রিয় ভোজপুরী তারকা

পরবর্তীকালে জানানো হয় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটারের মেট্রোপথ  শুরু হবে নতুন বছরের প্রথম দিকে। পরিষেবা শুরুর পর মেট্রো পরিষেবা মিলতে পারে প্রতি ১৫ মিনিট অন্তর। মেট্রোর প্রাথমিক পরিকল্পনা সকাল সাত’টা থেকে রাত ন’টা পর্যন্ত পরিষেবা দেওয়ার। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের জোড়া সুরঙ্গ নির্মাণ করা হয়েছে নদীর উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নিচে।

Howrah maidan metro

ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটে যাবে জোড়া সুরঙ্গের পেট চিরে। অর্থাৎ, মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বইবে গঙ্গা। যে সময়টা মেট্রো জলের তলায় থাকবে সেই সময়টায় বিশেষ আলোর খেলা চলবে। এছাড়াও যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে ফাইবার। এই ফাইবারের দৌলতে মেট্রো যাত্রীরা জলের তলায় মোবাইল নেটওয়ার্ক পাবেন। কথা বলার পাশাপাশি ব্যবহার করতে পারবেন ইন্টারনেট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর