রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় চমক! ভোটের আগেই বর্ধিত বেতন, ডিএ বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাংলাহান্ট ডেস্ক : গত রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। নবান্নের তরফ থেকে শুক্রবার সেই বিজ্ঞপ্তি সরকারিভাবে প্রকাশ করা হল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে বেতন পেতে চলেছেন আগামী মে মাস থেকে। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত বাজেটে ঘোষণা করেন কর্মচারীদের ৪% ডিএ বৃদ্ধির।

এর আগে ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৪% মহার্ঘ ভাতার। সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা নতুন বছর থেকে বর্ধিত বেতন পাচ্ছিলেন। তারপর রাজ্য বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য আরো ৪% মহার্ঘ ভাতার ঘোষণা করেন। সেইমতো আজ নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা জানাল। মে মাসে আরো এক দফা মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ১৪ শতাংশ।

আরোও পড়ুন : DA আন্দোলন অতীত! এবার রাস্তায় আশাকর্মীরা, মমতা সরকারের চাপ বাড়িয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ৫০ হাজার মহিলার

বর্তমানে ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিছু মাসের ব্যবধানে মহার্ঘ ভাতা বৃদ্ধির পরেও রাজ্যের সাথে কেন্দ্রের মহার্ঘ ভাতার ফারাক রয়েই যাচ্ছে। ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহার্ঘ ভাতা ঘোষণার সময় যদিও বলেন, রাজ্যের কাছে মহার্ঘ ভাতা প্রদান ঐচ্ছিক। রাজ্যের রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন ডিএ বৃদ্ধির ফলে।

Dearness allowance

তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেছেন,  “কেন্দ্র ইতিমধ্যেই চার শতাংশ ডিএ ঘোষণা করায় পার্থক্য কিন্তু সেই ৩৬ শতাংশই থেকে গেল। রাজ্য সরকারের উচিত লোকসভা নির্বাচনের আগেই বকেয়া পুরোটা না হলেও অন্তত ২০ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর