DA আন্দোলন অতীত! এবার রাস্তায় আশাকর্মীরা, মমতা সরকারের চাপ বাড়িয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ৫০ হাজার মহিলার

বাংলাহান্ট ডেস্ক : বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। তবে আশাকর্মীদের অভিযোগ দীর্ঘদিন আন্দোলনের পরেও রাজ্য সরকার তাদের দাবি মানেনি। এবার কাজ বন্ধ করে আন্দোলনে নামলেন তারা। আশাকর্মীরা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন।

আশাকর্মীরা জানাচ্ছেন, সরকার তাদের দাবি না মানলে এই কর্মবিরতি চলবে। বৃহস্পতিবার আশাকর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে ব্লক থেকে মহাকুমা ও জেলাস্তরে নোটিশ দিয়ে কর্মবিরতির কথা জানান। প্রসঙ্গত, প্রায় পঞ্চাশ হাজার আশাকর্মী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সহিত যুক্ত।

আরোও পড়ুন : ডাইনোসর বাস করত বাংলাতেও? পুরুলিয়ায় মিলল জীবাশ্ম! অবাক করে দেবে গোটা ঘটনা

এই বিপুল সংখ্যক আশাকর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় রীতিমত অস্বস্তিতে রাজ্য সরকার। সরকারের একাধিক পরিষেবা প্রদান করে থাকেন এই আশাকর্মীরা। মা, প্রসূতি, শিশুদের স্বাস্থ্য দেখাশোনার দায়িত্বও রয়েছে আশাকর্মীদের উপর। এছাড়া গ্রামীণ এলাকায় স্বাস্থ্য বিষয়ক পরিষেবার সাথে হওয়ার সাথে আশাকর্মীরা যুক্ত।

আরোও পড়ুন : নতুন প্যানেল প্রকাশ করুক পর্ষদ! প্রাথমিকের নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের

তাই অনেকেই মনে করছেন এই বিপুল সংখ্যক আশা কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় গ্রামীণ এলাকার পরিষেবায় বিঘ্ন ঘটবে। আশাকর্মীরা জানাচ্ছেন, তারা প্রসূতি, মা, শিশু এবং গ্রামীণ মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকেন। এছাড়াও অতিরিক্ত অনেক কাজ তারা করে থাকেন। সব মিলিয়ে চাপ বাড়ছে।

pti07 08 2020 000168b 1596875733333 1596875759011

তবে সরকারি নিয়ম থাকা সত্ত্বেও অতিরিক্ত কাজের জন্য তাদের টাকা দেওয়া হয়না। খুব কম ভাতার বিনিময়ে তাদের কাজ করতে হচ্ছে। এছাড়াও দেওয়া হচ্ছে না অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। অতীতে বহুবার এই ব্যাপারে সরকারের কাছে জানালেও তা গ্রাহ্য করা হয়নি। তাই বাধ্য হয়ে এবার তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটলেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর