নেতৃত্বের সিদ্ধান্তে হাওড়ায় অশান্ত তৃণমূল, চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন বিধায়ক, কেন?

Published on:

Published on:

Sameer Panja resigns as chairman of Howrah district Trinamool Congress

বাংলা হান্ট ডেস্কঃ হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। শুক্রবার ব্লক কমিটি ঘোষণা হতেই কয়েক মিনিটের মধ্যেই পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। আসন্ন বিধানসভা ভোটের আগে একদিন দাপুটে নেতার এমন পদত্যাগে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছেন সমীরবাবু।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সমীরবাবু বললেন…

এদিন পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক সমীর পাঁজা বলেন যে, পদত্যাগের পেছনে দলের অভ্যন্তরীণ অসন্তোষই মুখ্য কারণ। তাঁর বক্তব্য, “আমতা-উলুবেড়িয়া, উত্তর এবং সাঁকরাইল কেন্দ্রের বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার কথা বলেছিলাম। তখন দলীয় নেতৃত্ব বৈঠকের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই বৈঠক আর হয়নি।”

এদিন সমীরবাবু আরও অভিযোগ করেন যে, একাধিকবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। আর দলের (Trinamool Congress) বৈঠক হওয়ার আগেই জেলা কমিটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

শাসক দলের (Trinamool Congress) নেতৃত্বের সিদ্ধান্তে ক্ষোভ

এদিন সমীরবাবু আরও বলেন বলেন, “যে তিনটি কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের কথা বলেছিলাম, সেখানে কোনও পরিবর্তন করা হয়নি। আমার বক্তব্য সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তাই এরই প্রতিবাদে জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে আমি পদত্যাগ করছি।”

Sameer Panja resigns as chairman of Howrah district Trinamool Congress
Sameer Panja resigns as chairman of Howrah district Trinamool Congress

আরও পড়ুনঃ রমরমিয়ে চলছিল মানব পাচার কারবার! বনগাঁ থেকে দুজনকে গ্রেপ্তার করল NIA

তৃণমূলের (Trinamool Congress) এই হঠাৎ সিদ্ধান্তে জেলা সংগঠনে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটের মুখে জেলা নেতৃত্বে এই অস্থিরতা দলের জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে মত অনেকের।