বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র একটা সপ্তাহ। তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর আগে আয়কর কাঠামোর পরিবর্তন ও জি এস টি সংস্করণের জেরে (New GST) উপকৃত হতে চলেছে সাধারণ মানুষ। কারণ, রবিবার দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভাষণে এমনটাই দাবি করেন। যে নতুন এই জিএসটি সংস্করণের ফলে সাধারণ মানুষদের সাশ্রয় হবে আড়াই লক্ষ কোটি টাকা। যার ফলে আরও বেশি করে জিনিসপত্র কিনতে পারবেন সাধারণ মানুষ।
পুজোর আগে সুখবর! একাধিক খাবারে শূন্য জিএসটি (New GST)
রবিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণে তিনি দাবি করেন নতুন এই জিএসটি কাঠামোর (New GST) জেরে সাধারণ মানুষদের সাশ্রয় হবে আড়াই লক্ষ কোটি টাকা। যার ফলে সাধারণ মানুষ আরও বেশি করে জিনিসপত্র কিনতে পারবেন। এর পাশাপাশি সামনেই আসন্ন উৎসবের মরশুম। এই উৎসবের মরশুমে ভোজন রসিকদের কাছে কব্জি ডুবিয়ে খাওয়া অন্যতম কারণ। আর সেই তালিকায় থাকতে পারে চাইনিজ, কন্টিনেন্টাল ও ওরিয়েন্টাল। উৎসবের মরশুমের আগে জিএসটি হারের পরিবর্তনে এক নজরে দেখে নিন কোন কোন খাবারের দাম সস্তা হল।
আরও পড়ুন: ডিমের কুসুমে লুকিয়ে আছে অজানা পুষ্টি, প্রতিদিন খেলে মিলবে চমকপ্রদ উপকার…
০% জিএসপি হারের বন্ধনীতে পড়ছে যে যে খাবার:
১) দুধ জাতীয় খাবার অর্থাৎ ছানা পনিরের ওপরে থাকছে ০% জিএসটি (GST)।
২) প্যাকেট বন্দি পরোটা ও অন্যান্য ভারতীয় রুটি, ব্রেড এই আওতায় পড়ছে।
৩) Ultra pasteuriized milk যা সাধারণত কন্টেইনারে পাওয়া যায়। সেই সমস্ত দ্রব্যের উপর থাকছে শূন্য শতাংশ জিএসটি।
৪) এছাড়াও অ্যাগালসিডেস বিটা, ইমিগ্লুসেরেজ, ওনাসেমনোজিন অ্যাবেপারভোভেক জাতীয় ওষুধের ওপর থাকছে শূন্য পারসেন্ট জিএসটি (New GST)।
শুরু হয়ে গিয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তারপরেই রয়েছে লক্ষ্মীপুজো ও দীপাবলি। উৎসবের মরশুমে দেশ জুড়ে কেনাকাটার ঢল নেমেছে। এই পরিস্থিতিতে বেশি করে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কিনতে আহ্বান জানাচ্ছেন প্রধানমন্ত্রী। রবিবারের ভাষণে তিনি জানান বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বিদেশী পণ্য জুড়ে গেছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। তাই আমাদের ‘মেড ইন ইন্ডিয়ার’ পণ্য কিনতে হবে।