রাজনীতি অতীত! খেলার মাঠকেই ধ্যান জ্ঞান করতে ইচ্ছুক গৌতম গম্ভীর, বড় ঘোষণা KKR মেন্টরের

বাংলাহান্ট ডেস্ক : এবার রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর কিছুদিন পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগেই গৌতম গম্ভীরের এহেন সিদ্ধান্ত। এখন রাজনীতি ছেড়ে সম্পূর্ণভাবে ক্রিকেটেই মনোযোগ দিতে চান তিনি।

গৌতম গম্ভীর বলেছেন, ‘আমি দলের সভাপতি জেপি নাড্ডাকে (Jp Nadda) অনুরোধ করেছি আমাকে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য, যাতে আমি ক্রিকেটে মনোনিবেশ করতে পারি। মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জয় হিন্দ!’

আরোও পড়ুন : আর মাত্র কয়েকটা দিন! হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড ছুটবে মেট্রো, দেখুন কোন স্টেশনে যেতে কত ভাড়া

ভারতের প্রাক্তন এই ক্রিকেট তারকা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লির আসন থেকে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করেন। আম আদমি পার্টির অতিশী ও কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলিকে ৩ লক্ষ ৯০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে লোকসভার সদস্য হন গৌতম। প্রথমবারের জন্য রাজনীতির ময়দানে নেমেই জয়ের স্বাদ পেয়েছিলেন প্রাক্তন এই বাঁ-হাতি ক্রিকেটার।

গৌতম গম্ভীর ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তবে সমাজ মাধ্যমে গৌতম সর্বদা সেনা, জাতীয় ইস্যু ও অন্যান্য বিষয় নিজের মতামত পোষণ করতেন। এরপর ধীরে ধীরে তিনি রাজনীতির ময়দানে অবতীর্ণ হন। তবে এরই মধ্যে তিনি রাজনীতির ময়দান ছাড়ার সিদ্ধান্তও নিয়ে নিলেন। আসন্ন লিগের ম্যাচে তিনি কলকাতা নাইট রাইডার্স-এর সাথেই থাকছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর