বাংলা হান্ট ডেস্কঃ রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণের মূল বিষয় ছিল GST। মোদীর ভাষণের ঘণ্টা দেড়েকের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেও উঠে এল সেই GST প্রসঙ্গ। তবে তাঁর বক্তব্যে ছিল রাজ্যের আর্থিক ক্ষতি এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ।
উল্লেখ্য, শনিবার থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পুজো উদ্বোধনের পর্ব। মহালয়ার দিনও শহরের একাধিক প্যান্ডেল উদ্বোধন করেন তিনি। এদিন চেতলা অগ্রণীর মঞ্চে দাঁড়িয়েই শুধু পুজোর আনন্দ নয়, অর্থনীতি নিয়েও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “যে যাই বলুক, এটা কাচের মতো স্বচ্ছ যে কুটির ও অনুসারী শিল্পে আমরা এক নম্বরে। উৎপাদন শিল্প নিয়ে কাউকে আমাদের জ্ঞান দিতে হবে না। ১০০ দিনের কাজেও আমরা এক নম্বরে ছিলাম। তাই আমাদের টাকা দেয় না কেন্দ্র। বাংলার বাড়ির টাকা দেয় না। পিএইচই-র টাকা ৯০ শতাংশ আমরাই দিই।”
এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও দাবি করে বলেন, “বিমা থেকে GST তোলার জন্য সবার আগে চিঠি দিয়েছিল বাংলা। আমাদের অর্থমন্ত্রী GST কাউন্সিলে লড়াই করেছিলেন। এখন যখন তা কার্যকর হল, তখনও বলব এখানে কেন্দ্রের কোনও অবদান নেই। এই নিয়ম আনতে গিয়ে আমাদের ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্য রাজ্যগুলোও ক্ষতি হয়েছে। কিন্তু তারা তো ঘুরপথে সেই টাকা পেয়ে যাবে, কিন্তু আমরা পাব না। আমাদের এখনও ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা বকেয়া।”
শুধু অর্থনীতি নয়, বাঙালি পরিচয় নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, বিজেপি বাংলার শ্রমিকদের অপমান করছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিক দেখলেই হল, হোটেলে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, অত্যাচার করবে। কেন? আমরা কি হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কখনও এমন ব্যবহার করি? আমাদের এখানে কেউ করে না।”
আরও পড়ুনঃ ‘ক্রিমিনাল’, ‘বারে আসক্ত’ ডানকুনির নতুন যুব সভাপতিকে সরাতে সরব তৃণমূলের দুই কাউন্সিলর
নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
এদিনই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানালেন, জগন্নাথ ধামের পরে এবার দুর্গা অঙ্গন তৈরি করছে রাজ্য সরকার। জমি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এমনকি একটি ট্রাস্টও গঠন করা হয়েছে বলে জানান তিনি।