বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা (Dearness Allowance) ডিএ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। যদিও রায় এখনও সামনে আসেনি। দীর্ঘ শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ৫% ডিএ বৃদ্ধির খবর ছড়িয়ে পড়েছে। জোর জল্পনা চলছে যে রাজ্য সরকার ৫ শতাংশ ডিএ বাড়াতে চলেছে। সত্যিই কী কোনও সুখবর আসতে চলেছে?
আপাতত পঞ্চম পে কমিশনের আওতায় ডিএ মামলার যে শুনানি শেষ হয়েছে, নভেম্বর মাসের শুরুর দিকেই সেই মামলায় আদালত রায়দান করবে বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) কী রায় দেবে সেদিকে নজর রয়েছে সকলের। এই আবহে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে পুজোর আগে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ফের।
ডিএ নিয়ে কী আপডেট? Dearness Allowance
উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। বলা হচ্ছে, উৎসবের আবহেই পাঁচ শতাংশ ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। তবে জানিয়ে রাখি, এই খবর নিয়ে অফিসিয়ালি কিছু সামনে আসেনি। সরকার তরফে কিছু বলা হয়নি। এটি শুধুমাত্র জল্পনার স্তরে রয়েছে।
আসলে বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে ৫৫% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, খুব শীঘ্রই ফের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ৪% পর্যন্ত ডিএ বৃদ্ধি পেতে পারে বলেও শোনা যাচ্ছে।অক্টোবর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হওয়ার কথা। সেই বৈঠক থেকে ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারী মাসে বাজেটে সকল রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে সেই সময়। আগে ১৪% ডিএ পেতেন সরকারি কর্মীরা। আরও ৪% ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে ১৮% হারে ডিএ পাচ্ছেন তারা। এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হয়েছে। তারপর থেকে আর ডিএ বাড়েনি এ রাজ্যে। কবে ফের রাজ্যে ডিএ বাড়ানো হতে পারে সেই সংক্রান্তও কোনও আপডেট এখনও সামনে আসেনি।