বাংলাহান্ট ডেস্ক : আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের (Dev) বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। অনেকদিন আগেই ছবির পোস্টার প্রকাশ্যে এনেছিলেন তিনি। সেই থেকেই এই ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা। অবশেষে শারদীয়ায় রঘু ডাকাতকে পর্দায় আনছেন দেব (Dev)। সম্প্রতি হল এই ছবির মেগা ট্রেলার লঞ্চ। সঙ্গে ইন্ডাস্ট্রিতে ২০ বছর সম্পূর্ণ করার উদযাপনও করলেন দেব (Dev)। তবে এদিন রুক্মিণী মৈত্রের অনুপস্থিতি প্রশ্ন তুলে দিল একাধিক।
দেবের (Dev) ‘রঘু ডাকাত’ এর ট্রেলার লঞ্চে দেখা গেল না রুক্মিণীকে
রঘু ডাকাত এর ট্রেলার লঞ্চে নিজের প্রাক্তন নায়িকা, পরিচালক, প্রযোজকদের নিয়ে এসেছিলেন দেব (Dev)। উপস্থিত ছিলেন তাঁর অফিসের সহকর্মী, পুরো পরিবার সহ পুরনো বন্ধুরাও। কিন্তু এদিন দেখা মেলেনি দেবের (Dev) একাধিক ছবির নায়িকা তথা চর্চিত প্রেমিকা রুক্মিণীর। তা নিয়ে জল্পনাও কম হয়নি।
কেন আসেননি রুক্মিণী: কিছুদিন আগে ‘ধূমকেতু’ মুক্তির পর থেকেই ‘দেশু’ ভক্তদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রুক্মিণীকে। রীতিমতো কুৎসিত আক্রমণ নেমে এসেছিল তাঁর উপরে। সেই কারণেই এবারের দেবের (Dev) ছবির ট্রেলার লঞ্চও এড়ালেন তিনি? সত্যিটা কী, জানিয়েছেন দেব নিজেই।
আরও পড়ুন : ‘এফআইআর প্রত্যাহার করুন’, জুবিনের মৃত্যুর পর হাতজোড় করে আর্জি বিধবা স্ত্রীর
জল্পনার অবসান ঘটালেন দেব: দেব জানান, এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন রুক্মিণী। পরপর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেই কারণেই এদিন ট্রেলার লঞ্চে থাকতে পারেননি তিনি। স্পষ্ট ভাষায় সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন দেব (Dev)। অবশ্য এর আগেও রুক্মিণী জানিয়েছিলেন, তিনি দেবের পাশেই রয়েছেন।
আরও পড়ুন : কামব্যাক করতে মরিয়া, দুর্গম লাদাখে শুটিং করতে গিয়ে গুরুতর আহত সলমন
ধূমকেতু মুক্তির পর কুৎসিত আক্রমণের জন্য দেব নিজে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন রুক্মিণীর কাছে। কিন্তু অভিনেত্রী হাসিমুখেই বলেছিলেন, তাঁর কাছে ক্ষমা চাইতে হবে না দেবকে। তিনি তাঁর পাশেই রয়েছেন।