বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর (Durga Pujo 2025) জন্য রাজ্যের ক্লাবগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার। এ বছর তা একধাক্কায় বাড়িয়ে দিয়েছে রাজ্য। পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর রাজ্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই উত্তরোত্তর বেড়েছে পুজোর সংখ্যাও।
বর্ধমানে পুজো সংখ্যা অনেকটাই বেড়েছে | Durga Pujo 2025
বহু বছর ধরেই বর্ধমানের দুর্গাপুজো নজর কাড়ে সকলের। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বর্ধমানে ভিড় করেন বাসিন্দারা। নিজেদের গ্রামের বা ক্লাবের পুজোর আয়োজন সেরে রওনা হন শহরের পুজো ভ্রমণে। আগে থেকেই পুজো করার সুপ্ত ইচ্ছে ছিল এলাকার বাসিন্দাদের। তবে বাধা হত আর্থিক সামর্থ্য। পুজো করার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় তা সম্ভব হত না। তবে এখন র সেই সমস্যা নেই।
বর্তমানে পুজো ভালো মত করার জন্য রাজ্য সরকার মোটা অনুদান দিয়েছে। এ বছর পুজো অনুদান এক লক্ষ টাকা ছাড়িয়েছে। তাই হাত খুলে খরচা করে পুজো করতে পারবেন উদ্যোক্তারা। উল্লেখ্য, বর্তমানে কয়েক বছর আগেও জেলায় আড়াই হাজার পুজো হতো। তবে দিন দিন সেই সংখ্যা ক্রমেই বেড়েছে।এবার তা চার হাজার ছড়িয়ে গিয়েছে পুজোর সংখ্যা।
পুলিশের তরফে দাবি, জেলায় রাজ্য সরকারের অনুদান পেয়েছে এমন পুজোর সংখ্যাটা চার হাজার ছাড়িয়ে যাবে। কারণ নতুন করে এ বছর আরও অনেক কমিটিই পুজো করার জন্য আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই জেলার অধিকাংশ পুজো কমিটি চেক পেয়ে গিয়েছে বলে খবর।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা ৪ জেলায়! কলকাতা কতটা ভিজবে? আবহাওয়ার খবর জানুন
জেলার পুজো উদ্যোক্তাদের কথায়, রাজ্য সরকার আর্থিক সহায়তায় জেলার পুজোয় জাঁকজমক অনেক গুন বেড়েছে। ছোট গ্রামেও দুর্গাপুজো হচ্ছে, থিমের পুজো হচ্ছে গ্রামের ভেতরেও। কলকাতার মতো বর্ধমানেও দেবীপক্ষের শুরুতেই একাধিক পুজোর উদ্বোধন হয়েছে। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে জেলার ১৭টি পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন। বাকি পুজো মণ্ডপগুলির উদ্বোধন পঞ্চমীর আগেই হয়ে যাবে।