ম্যাচ চলাকালীন অপারেশন সিঁদুরকে ব্যাঙ্গ? পাক খেলোয়াড় হ্যারিস রউফকে যোগ্য জবাব ভারতীয় অনুরাগীদের

Published on:

Published on:

Indian fans gave a fitting reply to Haris Rauf during the match.

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে ভারত ৭ বল বাকি থাকতেই পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে। তবে, ওই ম্যাচ চলাকালীন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানি ফাস্ট বোলার হ্যারিস রউফ (Haris Rauf) এমন কাণ্ড ঘটিয়েছেন যেটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, রবিবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সুপার-৪ ম্যাচের ঠিক আগে প্র্যাকটিস সেশনে ৬-০ ইঙ্গিত করে ভারতকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন হ্যারিস রউফ। যদিও, ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁর দল কেবল শোচনীয়ভাবে পরাজিতই হননি, বরং তাঁকে যোগ্য জবাব দেন ভারতীয় সমর্থকরা। ওই ম্যাচে, হ্যারিস রউফ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।

আলোচনার কেন্দ্রবিন্দুতে হ্যারিস রউফ (Haris Rauf):

কোহলির কথা মনে করিয়ে দেন অনুরাগীরা: মূলত, ভারতের ইনিংসের সময়ে যখন হ্যারিস রউফ (Haris Rauf) বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন, তখন কিছু ভারতীয় অনুরাগী “কোহলি, কোহলি” বলে স্লোগান দিতে শুরু করেন। আসলে, ভক্তরা হ্যারিসকে সেই দিনের কথা মনে করিয়ে দেন যেদিন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি T20 বিশ্বকাপ ২০২২ ম্যাচে ২ টি দুর্দান্ত ছক্কা মেরেছিলেন। ২০২২-এর ২৩ অক্টোবর সম্পন্ন হওয়া T20 বিশ্বকাপের ওই ম্যাচে ভারত পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে। সেই ম্যাচে বিরাট কোহলি তিনি ৫৩ বলে অপরাজিত ৮২ রান করেন এবং একাই পাকিস্তানের কাছ থেকে জয় ছিনিয়ে আনেন। সেটি ছিল হ্যারিস রউফের কেরিয়ারের অন্যতম বড় ধাক্কা।

হ্যারিস রউফের প্রতিক্রিয়া: এদিকে, অনুরাগীদের কাছ থেকে “কোহলি, কোহলি” স্লোগান শোনার পর
হ্যারিস রউফ (Haris Rauf) তাঁর হাতের ইশারা দিয়ে ভক্তদের আরও উত্তেজিত করতে শুরু করেন। মূলত, তিনি ৬-০-র ইঙ্গিত করতে থাকেন। যেদিকে অপারেশন সিঁদুরের উদ্দেশ্যে একটি ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে। কারণ, পাকিস্তান বারবার মিথ্যা দাবি করে আসছে যে, তারা ৬ টি ভারতীয় বিমানকে গুলি করে মাটিতে নামিয়েছে। যদিও, এই দাবির কোনও প্রমাণ পাকিস্তান দিতে পারেনি।

আরও পড়ুন: ভারতের ওপরেই ভরসা! iPhone 17 লঞ্চের পরে বড় পদক্ষেপ নিল Apple

ভারত পরাজিত করেছে পাকিস্তানকে: জানিয়ে রাখি যে, গত রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচে ভারত ৭ বল বাকি থাকতেই পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে। এশিয়া কাপ ২০২৫ টুর্নামেন্টে এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় জয়। ভারত ১৭২ রানের লক্ষ্যমাত্রা সহজেই পূরণ করে। পাশাপাশি ও, ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে।

আরও পড়ুন: মাত্র ১১ টাকায় ১০ GB হাই-স্পিড ডেটা! ৩৯ টাকায় দৈনিক ৩ GB, গ্রাহকদের জন্য বড় উপহার Reliance Jio-র

অভিষেক শর্মা এবং গিল ভারতীয় দলকে দুর্দান্ত শুরু এনে দেন। তাঁরা দু’জনে ৯.৫ ওভারে প্রথম উইকেটে ১০৫ রান যোগ করেন। গিল ২৮ বলে ৪৭ রান করে আউট হন। তবে, অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসেনি। তিনি ৩ টি বল খেলে কোনও রান না করেই আউট হন। যদিও, অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রান করেন। যার মধ্যে ছিল ৫ টি ছক্কা এবং ৬ টি চার। তাঁর এই দুর্দান্ত ইনিংস ভারতের জয় নিশ্চিত করে। এদিকে, স্যামসন ১৩ রান করে আউট এবং তিলক ভার্মা ৩০রানে ও হার্দিক পাণ্ডিয়া ৭ রানে অপরাজিত থাকেন।