‘জোরে আওয়াজ… খাট-সোফা সব জায়গাতেই পারি’, এবার বিয়ের আগে গোপন কথা ফাঁস করলেন শ্রীময়ী নিজেই

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আগামী ৬ই মার্চ। এর আগে দুটি বিয়ে সফল হয়নি অভিনেতার। তবে তৃতীয় বিয়ে নিয়ে রীতিমতো আশাবাদী তিনি। গত ১৪ই ফেব্রুয়ারি আইনত বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আগামী ৬ মার্চ তাঁদের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হবে।

টিভির পর্দায় বেশ পরিচিত মুখ কাঞ্চন পত্নী শ্রীময়ী। বহুদিন ধরেই কাঞ্চন ও শ্রীময়ীর প্রেমের খবর ভেসে বেড়াচ্ছিল। তবে এই দুজনের কেউই সেই বিষয়ে মান্যতা দেননি। অবশেষে পথে ১৪ ই ফেব্রুয়ারি ভালবাসার দিন কাঞ্চন আইনত নিজের করে নিয়েছেন তাঁর প্রিয় শ্রীময়ীকে। মেহেন্দি-সংগীতের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই।

আরোও পড়ুন : শিয়ালদা লাইনে ট্রেন বাতিল নিয়ে চিন্তা নেই! তবে দুর্ভোগ পোহাতে হবে হাওড়ার যাত্রীদের, বড় আপডেট রেলের

এমনকি আইবুড়ো ভাতও হয়ে গেছে। শ্রীময়ীর বাড়িতে আয়োজিত হয়েছিল মেহেন্দির অনুষ্ঠান। কমলা রঙের একটি লেহেঙ্গায় সেখানে দেখা গিয়েছিল কাঞ্চন পত্নীকে। দুই বাড়ির পক্ষ থেকে শুক্রবার আলাদা করে আইবুড়ো ভাতের অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে কাঞ্চন মল্লিককে দেখা গেছে লাল সুতোর কাজ করা ধুসর রঙের পঞ্জাবিতে।

আরোও পড়ুন : দুমাস কোথায় লুকিয়ে ছিলেন? CID-র চাপে এই প্রথম মুখ খুললেন শাহজাহান! বললেন, এতদিন…

আইবুড়ো ভাতে গোলাপি সিল্কের শাড়ি পরেছিলেন শ্রীময়ী। এরই মধ্যে শ্রীময়ী চট্টরাজের একটি পুরনো সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেখানে শ্রীময়ী বলেছেন, তিনি সেইভাবে পার্টি লাইফ পছন্দ করেন না। খুব ঘরোয়া তিনি। ভালোবাসেন কাজ করতে। কাজের শেষে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানোই তাঁর প্রথম পছন্দ।

kanchan sreemoyee web

এমনকি এই অভিনেত্রী বলেন তাঁর একটি আশ্চর্য ক্ষমতার কথাও। শ্রীময়ী বলেন যেখানে সেখানে ঘুমিয়ে পড়ার এক অদ্ভুত প্রতিভা রয়েছে তাঁর। এই বিষয়ে তিনি বলেন, ‘বিছানা, সোফা, সব জায়গাতেই আমি পারি ঘুমিয়ে পড়তে। পাশে যদি জোরে-জোরে আওয়াজও হয় আমি নির্দ্বিধায় পারি ঘুমিয়ে পড়তে। আমার কোনও অসুবিধাই হয় না।’

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর