বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় (Dearness Allowance) বড় মোড়। শীর্ষ আদালতের ডেডলাইন মত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) লিখিত বক্তব্য জমা দিল রাজ্য সরকার। জানানো হল, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে না! শুধু তাই নয়, কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেই তালিকাও জমা দিয়েছে রাজ্য।
ডিএ মামায় রাজ্যের পদক্ষেপে মোড় ঘুরবে? Dearness Allowance
ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ়্যুমার প্রাইস ইনডেক্স) মেনে কর্মীদের ডিএ প্রদান করা হয় না। লিখিত বক্তব্যে সেই বিষয়ে উল্লেখ করে রাজ্য জানিয়েছে কেন্দ্রের ডিএ হার অনুসরণ করে না দেশের অন্তত ১২টি রাজ্য।
সিপিআই অনুসারে ডিএ দেয় না এমন রাজ্যের উদাহরণ হিসাবে, কেরল, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার তরফে। উল্লেখ্য, এই তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে অধিকাংশই বিজেপিশাসিত। কেবল কেরল এবং কর্নাটক ছাড়়া অন্য রাজ্যগুলিতে হয় বিজেপি সরকার, বা বিজেপির জোট সরকার।
যে সকল রাজ্যের ‘রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স’ (আরওপিএ) নিয়মে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই-এর উল্লেখ রয়েছে, তাদের মধ্যেও ডিএ হারে বৈষম্য রয়েছে বলেছে আদালতে লিখিত আকারে জানায় রাজ্য। তালিকায় ছত্তীসগঢ়, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং সিকিম।
শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চ। ডিএ মামলার চূড়ান্ত শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কারও কোনও বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে হবে। আদালত দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ ২২শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে তাঁদের বক্তব্য সুপ্রিম কোর্টে জানানোর নির্দেশ দিয়েছিল। সেই মতোই নিজেদের বক্তব্য জানাল রাজ্য।
আরও পড়ুন: ‘দুর্ভাগ্যজনক’ রিপোর্ট! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় পাইলটকে দায়ী করায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের
রাজ্যের পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজ্য বক্তব্য জানানোর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৯শে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে। তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত। তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে। যদিও কবে রায়দান হবে সেই সংক্রান্ত কোনও ঘোষণা হয়নি।