বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবা নিয়ে সমস্যা, অভিযোগ এখনও বজায় রয়েছে যাত্রীদের। কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছিল, রাতের শেষ মেট্রো অর্থাৎ রাত দশটা চল্লিশের মেট্রোটি বন্ধ করে দেওয়া হবে। অথচ সেই মেট্রোর (Kolkata Metro) জন্য যে অতিরিক্ত ১০ টাকা খরচ হত তা এখনও অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হচ্ছে না বলে দাবি যাত্রীদের।
কলকাতা মেট্রোয় (Kolkata Metro) যাত্রীদের সমস্যা অব্যাহত
যাত্রীদের অভিযোগ, মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিয়মিত নেই। আগে শেষ মেট্রোর জন্য না হয় ঘড়ির কাঁটা সাড়ে দশটা পেরোলেই স্বয়ংক্রিয় ভাবে কেটে নেওয়া হত অতিরিক্ত ১০ টাকা। এখন শেষ মেট্রো বন্ধ হয়ে যাওয়ার পরেও কেন টাকা কেটে নেওয়া হচ্ছে? প্রশ্ন যাত্রীদের। জানা যাচ্ছে, মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যাহত হওয়ায় রাত সাড়ে নটা এবং তার আগের মেট্রো প্রান্তিক স্টেশনে পৌঁছাতে পৌঁছাতেই প্রায় ১১ টা হয়ে যাচ্ছে।
কেটে যাচ্ছে অতিরিক্ত টাকা: গীতাঞ্জলি, সূর্য সেন, কবি নজরুল বা শহিদ ক্ষুদিরামের মতো স্টেশনে পৌঁছাতে গিয়ে শেষ মেট্রোর (Kolkata Metro) সময় সাড়ে দশটা পেরিয়ে যাচ্ছে অধিকাংশ দিনই। দেরি হয়ে যাওয়ায় মেট্রো থেকে নেমে বাড়ি ফেরার তাড়া থাকে সকলেরই। এদিকে গেটে স্মার্ট কার্ড ছোঁয়ালেই স্বয়ংক্রিয় ভাবে কেটে যায় ১০ টাকা।
আরও পড়ুন : সিঙ্গাপুর থেকে এসে পৌঁছাল সার্টিফিকেট, ঠিক কী ছিল জুবিনের মৃত্যুর কারণ?
কী অভিযোগ যাত্রীদের: মেট্রো (Kolkata Metro) কর্মীরা বলছেন, কার্ড পাঞ্চ না করেও যাত্রীরা বেরিয়ে যেতে পারছেন। কিন্তু পরদিন আবার কার্ডের লক খোলাতে আসতে হচ্ছে। সকালে ব্যস্ত সময়ে টিকিট কাউন্টারের ভিড়ের মাঝে আবার কার্ডের লক খোলানোর জন্য সময় হয় না অনেকেরই। তাই বাধ্য হয়েই অনেকে অতিরিক্ত ১০ টাকা দিচ্ছেন।
আরও পড়ুন : বাজার ছেয়ে গিয়েছে রূপোলি শষ্যে, কোন বিপদ লুকিয়ে পদ্মার ইলিশে? সতর্ক করছেন বিশেষজ্ঞরা
সূত্রের খবর, গত প্রায় দেড় মাসের হিসেব অনুযায়ী অন্তত ১০ টি স্টেশন থেকে এই অতিরিক্ত টাকা থেকেই প্রায় লক্ষ লক্ষ টাকা আয় হয়েছে মেট্রোর (Kolkata Metro)। শহিদ ক্ষুদিরাম স্টেশনের স্টেশন মাস্টারের বক্তব্য, অনেকবার উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।