বাংলা হান্ট ডেস্কঃ মহালয়ার আগের দিন থেকেই রাজ্যে পুজো উদ্বোধনের ব্যস্ততায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনি ও রবিবার একাধিক পুজো উদ্বোধনের পর সোমবার প্রতিপদে খিদিরপুর ২৫ পল্লী থেকে পুজো উদ্বোধনের সূচনা করেন তিনি। সেখানেই এক বিশেষ মুহূর্তে উপহার হিসাবে তাঁকে দেওয়া হয় তাঁর বাবা-মায়ের ছবি। কিন্তু সেই উপহার নিয়েই তৈরি হল বিতর্কের আবহ।
উপহার হাতে পেয়ে উপহারটি নিতে স্পষ্ট আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি চাই না আমার পরিবারের কাউকে নিয়ে প্রচার হোক এভাবে। আমি কোনওদিন বাবা-মাকে নিয়ে কিছু করিনি।” এমনকী সেই ছবি নিজের অফিসে রাখার জায়গা নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, যারা এ ধরনের ছবি ভালোবাসেন, তাঁদের কাউকে দিয়ে দিতে। এমনকী সেই ছবিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
বাবা-মায়ের ছবি নিয়ে আপত্তি মমতার (Mamata Banerjee)
ছবিটি হাতে নিয়ে প্রথমেই মমতা (Mamata Banerjee) বলেন, “এই ছবি কিন্তু AI করেছে। এটা আমার মায়ের অরিজিনাল ছবি নয়।” তখন উদ্যোক্তাদের একজন জানান, ডিজিটাল আর্টে ছবি তৈরি হয়েছে। সেখানেই ফের স্পষ্ট সুরে বলেন মুখ্যমন্ত্রী, “ডিজিটাল আর্টে করা হলেও অরিজিনাল নয়। তোমরা করেছ এটা যথেষ্ট, এসব আমি করি না।”
আরও পড়ুনঃ GST হ্রাসে কতটা দাম কমল? বাজার ঘুরে খোঁজ নিলেন শমীক
রাজনীতির ময়দানে একা লড়াই করে আজ বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কখনও কোনও বাহুল্য চাননি। রাজনৈতিক পরিবারের মেয়ে নন তিনি, বরাবর সাধারণ জীবনযাপনেই বিশ্বাসী মমতা। সেই কারণেই বাবা-মায়ের ছবি নিয়ে প্রকাশ্যে প্রচারে রাজি নন তিনি। তাঁর কথায়, “আমার অফিসেও এর জায়গা নেই।”
উল্লেখ্য, মহালয়ার আগের দিন থেকে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন করা নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলের নেতারা। এরপর আবার বাবা মায়ের ছবি নিতে আপত্তি জানানোর এই ঘটনায় বিরোধী দলের নেতারা এই নিয়ে কোনও মন্তব্য করে কিনা এখন সেটাই দেখার।