বাংলা হান্ট ডেস্কঃ আগামী শুক্রবার, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জানা গিয়েছে, বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজ়েডসিসি) ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’-এর আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। যদিও আয়োজক হিসেবে বিজেপির নাম সরাসরি নেই, দলীয় সূত্রের খবর, এই অনুষ্ঠান মূলত বিজেপির উদ্যোগে হচ্ছে।
একসঙ্গে তিনটি মণ্ডপ উদ্বোধন করার সম্ভবনা অমিত শাহের (Amit Shah)
শুধু ইজ়েডসিসি নয়, সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতার আরও দু’টি পুজোর উদ্বোধনও করতে পারেন শাহ (Amit Shah)। বিজেপি নেতৃত্ব এখনও তাঁর চূড়ান্ত সফরসূচি হাতে না পেলেও উত্তর কলকাতার সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের (লেবুতলা পার্ক) পুজোয় শাহ যাবেন বলে নিশ্চিত সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ কলকাতায় যে পুজো মণ্ডপে তাঁর যাওয়ার কথা, সেটি এখনও ঘোষণা করেনি বিজেপি। তবে জোর গুঞ্জন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর লাগোয়া কোনও পুজোতে তিনি হাজির হবেন।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবার ইজ়েডসিসি-তে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে সেই আয়োজন হয়েছিল যথেষ্ট জাঁকজমক ভাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সেই পুজোর। ২০২৩ সালে আবার অমিত শাহ (Amit Shah) কলকাতায় এসে লেবুতলা পার্কের পুজো উদ্বোধন করেছিলেন। সেটা ছিল লোকসভা ভোটের আগের সময়। এবারেও, বিধানসভা নির্বাচনের আগের বছর, শাহ কলকাতার একাধিক পুজোয় উদ্বোধনে হাজির হতে চলেছেন।
রাজনৈতিক মহলের মতে, দুর্গোৎসবকে কেন্দ্র করে কলকাতায় একাধিক মণ্ডপ উদ্বোধনে শাহর (Amit Shah) আসা নিছক কাকতালীয় নয়। রাজনৈতিক মহলের মতে বিজেপি সাংস্কৃতিক-সামাজিক উৎসবের আবহকে সামনে রেখে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে। ভবানীপুরের কাছে একটি পুজোয় শাহর উপস্থিতি ঘিরে তৃণমূল-বিজেপি তরজার আঁচ এখন থেকেই স্পষ্ট হচ্ছে।
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষকতায় বাধ্যতামূলক টেট! দু’বছরের মধ্যে পাস না করলে… সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পর্ষদ
সজলের পুজোয় উপস্থিত থাকবেন অমিত শাহ (Amit Shah)
লেবুতলা পার্কে সজল ঘোষের পুজোয় উপস্থিত থাকবেন অমিত শাহ (Amit Shah)। এ বছর লেবুতলা পার্কের পুজোর থিম ‘অপারেশন সিঁদুর’। দর্শনার্থীদের জন্য মণ্ডপ আগেই খুলে দেওয়া হবে, তবে শুক্রবার প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দলের একাংশের মতে, এই ধরনের পদক্ষেপে পুজোয় ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।