বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে বাকি আর মাত্র ৪ দিন। তবে তার আগে গ্রীন ও ব্লু লাইনে মেট্রো লেট যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। যার ফলে প্রতিদিন অফিস টাইমে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। কিন্তু এই অভিযোগ থাকলেও, মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ দাবি করেছে চলতি বছর পুজোর আগে যাত্রী সংখ্যায় রেকর্ড ভেঙেছে মেট্রো পরিষেবা। তবে গ্রিন ও ব্লু লাইনে মেট্রো পরিষেবার ভোগান্তির পরও এই পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। ইতিমধ্যে এই পরিষেবার ভিড়ের খতিয়ান পেশ করল কলকাতা মেট্রো (Kolkata Metro)।
সেপ্টেম্বরের প্রথম তিন সপ্তাহে রেকর্ড ভিড় কলকাতা মেট্রোয় (Kolkata Metro)
মেট্রো রেলওয়ে কলকাতা ও তার আশেপাশের এলাকার পরিবহনের সব থেকে পছন্দের ও অন্যতম সস্তার একটি মাধ্যম। যেখানে দ্রুত ও সহজেই এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পছন্দ করেন যাত্রীরা। ক্রেতারা তাদের কেনাকাটার স্থানগুলি যেতে মেট্রো (Metro) ভ্রমণ করতেই বেশি পছন্দ করেন। চলতে বছর সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ থেকে রেকর্ড ভিড় হয়েছে মেট্রো পরিষেবায় (Kolkata Metro)।
আরও পড়ুন: মাছের বাজারে সেরা পদ্মার ইলিশ কোথায়, কত দামে পাওয়া যাবে রইল সম্পূর্ণ গাইড
সূত্রের খবর, সেপ্টেম্বরে প্রথম তিন সপ্তাহে মেট্রো (Metro) পরিষেবা নিয়েছেন মোট ১.৫ কোটি যাত্রী। এমনটাই সোমবার কলকাতা মেট্রোরে একটি ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে। তাছাড়া কলকাতা মেট্রো দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহ অর্থাৎ ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করেছেন ৪৯.০৪ লক্ষ যাত্রী।
এই যাত্রী সংখ্যা আরও বেড়ে যায় দ্বিতীয় সপ্তাহে। ৮-১৪ সেপ্টেম্বর পর্যন্ত এই যাত্রী সংখ্যা হয় ৫০.৩৪ লক্ষ। তৃতীয় সপ্তাহে এই সংখ্যা সামান্য বাড়ে। ১৫-২১ সেপ্টেম্বর তারিখে মেট্রো পরিসংখ্যান অনুযায়ী ৫০.৮৫ লক্ষযাত্রী মেট্রো চলেছেন। অথএব সব মিলিয়ে সেপ্টেম্বরের মোট তিন সপ্তাহে মেট্রো পরিষেবা নিয়েছেন ১.৫ কোটি যাত্রী।
প্রসঙ্গত, সামনেই দুর্গাপুজো। এই উৎসবের মরশুম গোটা সেপ্টেম্বর জুড়ে কেনাকাটা করেছে বহু মানুষ। যার ফলে যাত্রীসংখ্যা বেড়েছে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত নতুন মেট্রো (Kolkata Metro) চালু হওয়ায় যাত্রীরা এই পরিষেবা বেছে নিচ্ছেন বলে মনে করছেন তারা।