সবে ট্রেলার! আগামী ২ ঘণ্টায় ঝড় বৃষ্টির তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি চলবে টানা ৪ দিন

Published on:

Published on:

south bengal weather(74)

বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতোই বৃষ্টির তোলপাড় শুরু দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রাতভর টানা ৫ ঘণ্টার বৃষ্টিতে রীতিমতো জলের তলায় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকা। জল নামতে এখনও বেশ খানিকটা সময় লেগে যাবে। এরই মধ্যে ফের কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর সময়ে দক্ষিণবঙ্গবাসীর দুয়ারে দুর্যোগ।

দক্ষিণবঙ্গে দুর্যোগের আবহাওয়া আর কদিন? South Bengal Weather

আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। রেহাই পাবে না কলকাতাও। বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া মঙ্গলে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। ফের আরও একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায়।

আগামী ২৫ সেপ্টেম্বর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটিও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এরপর পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই একের পর এক নিম্নচাপের জেরে সমানে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির দোসর হবে ঝড়ো বাতাস থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

South Bengal Weather

এদিকে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও। বাকি কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টি হবে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সতর্কতা থাকছে।

আরও পড়ুন: শিলিগুড়ি-সিকিম রুটে পর্যাটকদের কথা মাথায় রেখে বাড়ল সরকারি বাসের সংখ্যা, খুশি যাত্রীরা

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একই পূর্বাভাস রয়েছে কলকাতার জন্যও।