বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গেছে দেবীপক্ষ। তার উপর হলুদ ধাতুকে সবসময় শুভ বলে মনে করে হয়। কিন্তু বর্তমানে সোনার দাম যে পরিমাণে বাড়ছে তাতে হলুদ ধাতু কিনতে যথারীতি ভয় পাচ্ছেন মধ্যবিত্তরা। কারণ এখন, সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের (Gold Price) ওঠা পড়া লেগেই রয়েছে। তবে গত কয়েক বছরে সোনার দাম (Gold Price) বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে চলতি মাসে লাখের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে সোনার দর (Gold Price)।দেখে নিন আজকের রেট।
মঙ্গলবার বাজারে সোনার দাম কত দেখুন (Gold Price)
উৎসবের মরশুমের আগে সোনার দাম আকাশচুম্বী। তাছাড়া প্রতিটি মধ্যবিত্তের কাছে, সঞ্চয় হোক কিংবা অলংকার হিসাবে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। তবে এখনো লাখের গণ্ডিতে রয়েছে সোনা (Gold)। এমনকি গত কয়েক দিন ধরে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল সাধারণ মানুষের মাথায়। দেখে নিন আজকের সোনার দাম (Gold Price)।
আরও পড়ুন: পুরুষ-মহিলার শরীরে জল চাহিদা কত, সারাদিনের জন্য কতটা পানীয় দরকার?
মঙ্গলবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৭০০ টাকা (+১০০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৭০০০ টাকা (+১০০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১২৬০ টাকা (+১১০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১২৬০০টাকা (+১১০০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১২০০টাকা (+১০৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১২০০০টাকা (+১০৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। মঙ্গলবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৩৩৪০(+২১৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৩৩৪০০(+১৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৩৩৩০ টাকা (+২১৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৩৩৩০০টাকা (+২১৫০)।
ভারতে যে কোন উৎসবে সোনা কেনা অথবা উপহার দেওয়ার রীতি রয়েছে। এমনকি সোনা কেনা কে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম (Gold Price) বাড়লে, সোনা (Gold) কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তবে বর্তমানে সোনার দাম (Gold Price) লাখের গন্ডি পার করায় চিন্তার ভাঁজ মাথায় পড়েছে মধ্যবিত্তের কপালে।