CAB সভাপতি হিসেবে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলির! ইডেন গার্ডেন্স ও T20 বিশ্বকাপ নিয়ে মেগা পরিকল্পনা

Published on:

Published on:

Sourav Ganguly returns as CAB president.

বাংলা হান্ট ডেস্ক: ৬ বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-র সভাপতি হিসেবে প্রত্যাবর্তন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। গত সোমবার ফের এই দায়িত্ব গ্রহণ করে তিনি কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের দর্শকাসন প্রায় এক লক্ষে উন্নীত করার পাশাপাশি আগামী বছরে T20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি আয়োজনের বিষয়টি তাঁর শীর্ষ অগ্রাধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করেন।

কী জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly):

গত সোমবার কলকাতায় CAB-র ৯৪ তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন সৌরভ (Sourav Ganguly)। তিনি এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত CAB-র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আগামী ১৪ নভেম্বর ভারত যখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে, তখন ইডেন গার্ডেন্সে টেস্ট ক্রিকেটের সুষ্ঠু প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রতিশ্রুতিও সৌরভ দিয়েছেন।

Sourav Ganguly returns as CAB president.

জানিয়ে রাখি যে, সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত BCCI সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ৫৩ বছর বয়সী ভারতের এই প্রাক্তন ব্যাটার তাঁর দাদা স্নেহাশিষ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হলেন। এই দায়িত্ব গ্রহণের পর সৌরভ জানান তাঁর তাৎক্ষণিক কর্তব্য হবে আগামী নভেম্বরে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া। উল্লেখ্য যে, ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচের পর ইডেন গার্ডেন্সে এটিই হবে প্রথম টেস্ট। BCCI সভাপতি থাকাকালীন সৌরভ গাঙ্গুলি ভারতে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট চালু করেছিলেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সাহায্য করবে কোন দেশ? রাখঢাক না রেখে জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী

তিনি আশা প্রকাশ করে বলেন যে, ভারত ও দক্ষিণ আফ্রিকার দল ইডেন গার্ডেন্সে উপলব্ধ সুযোগ-সুবিধাগুলি উপভোগ করবে। সৌরভ (Sourav Ganguly) বলেন, “এটি একটি ভালো টেস্ট ম্যাচ হবে। কারণ দক্ষিণ আফ্রিকা বিশ্বচ্যাম্পিয়ন। এই স্টেডিয়ামে সবকিছুই আছে। ভালো পিচ, ভালো দর্শক, এবং পরিকাঠামো চমৎকার। ভারত এবং দক্ষিণ আফ্রিকা উভয়ই ভালো দল, তাই আমি নিশ্চিত এটি একটি ভালো টেস্ট হবে।”

এদিকে, আগামী বছরে সম্পন্ন হতে চলা T20 বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেন গার্ডেন্সে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে একটি সম্ভাব্য সেমিফাইনালও থাকবে। সৌরভ জানান যে, তিনি শীঘ্রই BCCI-এর নতুন টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। তাঁর মতে, “আমি বোর্ডের সঙ্গে কথা বলব। তারাও নতুন সদস্য,” তিনি নতুন BCCI সভাপতিকে শুভকামনা জানাই। এটা ক্রিকেট খেলার চেয়ে আলাদা হবে। আমি নিশ্চিত যে তাঁরা ভালো করবেন। শুধু মিঠুন (মিনহাস) নন, রঘুরাম ভাট সহ বেশ কয়েকজন নতুন কর্মকর্তা এসেছেন।”

আরও পড়ুন: ভারতের কাছে ফের পরাজিত হয়ে নতুন অভিযোগ পাকিস্তানের! ICC-র কাছে জানানো হল নালিশ

উল্লেখ্য যে, আগামী রবিবার BCCI-এর বার্ষিক সাধারণ সভায় গাঙ্গুলি (Sourav Ganguly) CAB-র প্রতিনিধিত্ব করবেন। BCCI রবিবার মুম্বাইয়ে তাদের বার্ষিক সাধারণ সভায় দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহাসকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করতে চলেছে। এদিকে, আগামী T20 বিশ্বকাপকে মাথায় রেখে সৌরভ বলেন “যা কিছু ঘটবে তা কেবল আগামী বছরের T20 বিশ্বকাপের পরেই ঘটবে। এতে সময় লাগবে। লিজ রিনিউ করা হয়েছে।”

জানিয়ে রাখি যে, আগামী বছরের T20 বিশ্বকাপের পরে সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়িত হলে, ইডেন গার্ডেন্স দেশের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠবে। বর্তমানে, আহমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামটি দেশের বৃহত্তম স্টেডিয়াম হিসেবে বিবেচিত হয়। যার আসন সংখ্যা ১,৩২,০০০। এদিকে, গাঙ্গুলির নেতৃত্বে পুরো প্যানেলটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। যাঁর মধ্যে রয়েছেন বাবলু কোলে (সচিব), মদন মোহন ঘোষ (যুগ্ম সম্পাদক), সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ) এবং অনু দত্ত (সহ-সভাপতি)।