বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ষষ্ঠী। সেই সময় টানা ছুটি মিলছে। তবে তার আগেই দুয়ারে দুর্যোগ। রাতভর ভয়ঙ্কর বৃষ্টিতে রূপ বদলে গিয়েছে কলকাতার। কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল। একেবারে থমকে রয়েছে জনজীবন। এই প্রাকৃতিক দুর্যোগের আবহে এবার স্কুলে ছুটি ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার থেকেই ছুটি (Puja Vacation) ঘোষণা স্কুল শিক্ষা দফতরের।
দ্বিতীয়া থেকেই ছুটি | Puja Vacation
দুর্যোগপূর্ণ পরিস্থিতির জেরে আগামিকাল ও পরশু অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার স্কুল ছুটি থাকবে। আর এমনিতেই তারপর পুজোর ছুটি পড়ে যাচ্ছে। তাই বুধবার থেকেই রাজ্য জুড়ে স্কুলগুলিতে পুজোর ছুটি। সরকারি ও সরকারি অনুমোদিত স্কুলগুলির পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও কাল থেকেই ছুটি।
কলেজ- বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্কুল শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি থেকেই কাজকর্ম পরিচালনা করার কথা বলেছে রাজ্য। অর্থাৎ দ্বিতীয়া থেকেই এবার হিসেবমতো ছুটি পড়ে গেল। এমনিতে চতুর্থী থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি থাকে। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে দু’দিন এগিয়ে এল।
এদিন এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেন, ”আমি শিক্ষাদপ্তরকে বলেছি, আজ থেকেই রাজ্যের স্কুলগুলোকে ছুটি ঘোষণা করে দিক। আর অন্যান্য স্কুল, যারা কেন্দ্রীয় সরকারের আওতাধীন, তারা তো আমাদের কথা শোনে না। তবু তাদের কাছে অনুরোধ, দু’দিন স্কুল ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হোক। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ক্লাস করাতে হয়, তাহলে যেন অনলাইনে ক্লাস হয়।”
আরও পড়ুন: সবে ট্রেলার! আগামী ২ ঘণ্টায় ঝড় বৃষ্টির তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টি চলবে টানা ৪ দিন
কলকাতা ও সংলগ্ন এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ভয়ঙ্কর হয়েছে পরিস্থিতি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাত সাতজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাড়ির বাইরে কেউই নিরাপদ নয়। এদিন যাতে সকলে বাড়িতেই থাকেন সেই অনুরোধ করেছেন মেয়র ফায়ারহাদ হাকিম।