রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা, বিদ্যুৎস্পৃষ্টে ৭ মৃত্যুতে ক্ষোভ উগরে দিলেন মমতা, কাকে দোষ দিলেন?

Published on:

Published on:

Mamata Banerjee blames CESC after 7 electrocuted in rain-hit Kolkata

বাংলা হান্ট ডেস্কঃ রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা (Kolkata)। মাত্র ৫ ঘন্টার বৃষ্টিতে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে শহরে। ১৯৭৮ সালের পর এত প্রবল বর্ষণ এই প্রথম। শহরের একাধিক এলাকা এখন কার্যত জলের নিচে। রাস্তাঘাট থেকে রেললাইন, এমনকি মেট্রো ট্র্যাকও ডুবে গিয়েছে। বাস, অটো কিংবা ব্যক্তিগত গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতেই খোলা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে প্রাণ হারিয়েছেন ৭ জন। এই মৃত্যুর দায় সরাসরি সিইএসসি-র উপর চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সিইএসসি-কে কড়া ভাষায় আক্রমণ মমতার (Mamata Banerjee)

সম্প্রতি এই দুর্যোগের ঘটনায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মৃত্যুর দায় সিইএসসি-কেই নিতে হবে। এখনই জরুরি ভিত্তিতে কর্মীদের নামিয়ে পরিস্থিতি সামাল দিক। এখানে তারা ব্যবসা করছে, কিন্তু আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।”

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) দাবি করেন, সিইএসসি-র গাফিলতিতেই এই ৭ জন প্রাণ হারিয়েছেন। তাঁর দাবি, সিইএসসি-র উচিত, প্রত্যেক মৃতের পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়া।

শহরবাসীর জন্য মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সতর্কবার্তা

শুধু দায় চাপিয়েই শান্ত হননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন জলমগ্ন পরিস্থিতিতে শহরবাসীকে সতর্ক থাকতে বলেছেন তিনি। মমতার অনুরোধ, খুব দরকার না হলে কেউ যেন বাড়ি থেকে বের না হন। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকে উদ্দেশ্য করে তিনি বার্তা দিয়েছেন যে, কর্মীদের ছুটি কাটবেন না, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করুন। প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার নির্দেশ দিন।

Mamata Banerjee blames CESC after 7 electrocuted in rain-hit Kolkata

আরও পড়ুনঃ পুজোর মুখে রেকর্ড বৃষ্টি! জলমগ্ন কলকাতা নিয়ে জনতাকে বিশেষ বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম

উল্লেখ্য, কলকাতায় বর্ষায় জল জমা নতুন কিছু নয়। কিন্তু সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিরল রেকর্ড গড়েছে কলকাতা। জলবন্দি শহরে মানুষ নাজেহাল। রাস্তায় বেরোলেই দুর্ঘটনার আশঙ্কা। উৎসবের মুখে কলকাতার এমন পরিস্থিতিতে চিন্তিত সকলেই। তাই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পুজোর সময় প্রত্যেককে সতর্ক থাকতে বার্তা দিয়ে বলেছেন যে, “কেউ ঝুঁকি নিয়ে বাড়ির বাইরে বেরবেন না।”