“প্রতিপক্ষকে পরোয়া করি না”, এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ

Published on:

Published on:

Bangladesh National Cricket Team to face India in Asia Cup.

বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে এশিয়া কাপের লড়াই। ইতিমধ্যেই অপ্রতিরোধ্য থেকে সুপার ফোরের পর্বে পাকিস্তানকে পরাজিত করেছে ভারত। এমতাবস্থায়, আগামী বুধবার দুবাই স্টেডিয়ামে ভারত সুপার ফোরের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের (Bangladesh National Cricket Team)। তবে, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই গর্জন শুরু বাংলাদেশের টাইগারদের।

এশিয়া কাপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ (Bangladesh National Cricket Team):

ইতিমধ্যেই বাংলাদেশের (Bangladesh National Cricket Team) অলরাউন্ডার মেহেদি হাসান স্পষ্ট জানিয়েছেন যে, প্রতিপক্ষ নিয়ে তিনি আদৌ চিন্তিত নন। শুধু তাই নয়, অতীতের পরিসংখ্যান যেরকমই হোক না কেন তাঁরা পূর্ণ ক্ষমতা দিয়ে মাঠে চমক দেওয়ার জন্য তৈরি হলেও জানান তিনি।

Bangladesh National Cricket Team to face India in Asia Cup.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে বাংলাদেশ (Bangladesh National Cricket Team)। বর্তমানে ভারত এবং বাংলাদেশ উভয়েই ২ পয়েন্ট অর্জন করে ফাইনালে প্রবেশের দৌড়ে এগিয়ে রয়েছে। এদিকে, টিম ইন্ডিয়ার নেট রান রেট (০.৬৮৯) যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। অপরদিকে, বাংলাদেশের নেট রান রেট গোল ০.১২১। এমতাবস্থায়, এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য থাকা ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার বিষয়টি নেহাত সহজ নয় বাংলাদেশের কাছে।

আরও পড়ুন: CAB সভাপতি হিসেবে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলির! ইডেন গার্ডেন্স ও T20 বিশ্বকাপ নিয়ে মেগা পরিকল্পনা

যদিও, এই আবহেও সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের (Bangladesh National Cricket Team) অলরাউন্ডার মেহেদি হাসান জানিয়েছেন, “আমরা প্রথম থেকেই মাথা ঠান্ডা রাখতে চেয়েছি। বেশি কিছু আমরা ভাবতে চাই না। আমরা শুধু ঠান্ডা মাথায় ক্রিকেট খেলতে চাই। আমাদের শরীরী ভাষাও সেইরকমই থাকবে। প্রতিপক্ষ ভারত হোক কিংবা অস্ট্রেলিয়া সেটা আমাদের কাছে মাথাব্যথার বিষয় নয়।”

আরও পড়ুন: ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সাহায্য করবে কোন দেশ? রাখঢাক না রেখে জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী

জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত বাংলাদেশের (Bangladesh National Cricket Team) বিরুদ্ধে ভারত মোট ১৭ টি T20 ম্যাচ খেলেছে। তার মধ্যে ১৬ টি ম্যাচেই জিতেছে ভারত। অন্যদিকে, আমরা যদি ODI ও T20 এই ২ ফরম্যাটের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, এই ২ ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ হয়েছে ১৫ টি। সেখানে ভারত জিতেছে ১৩ টি। যদিও, এই পরিসংখ্যান নিয়ে ভাবতে নারাজ টিম বাংলাদেশ। বরং, ভারতের বিরুদ্ধে ম্যাচে চমকের প্রত্যাশায় রয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।