বাংলা হান্ট ডেস্ক: আর তো কয়েকটা দিন। তারপর দুর্গাপুজো। ইতিমধ্যে সকলেই ঘুরতে যাওয়ার প্লান করছেন। অথবা অনেকে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। তবে ঘুরতে যাওয়ার নাম করলেই সবার আগে মাথায় আসে দার্জিলিং (Darjeeling) এর কথা। তবে জানলে অবাক হবেন, এই বছর দার্জিলিং-এ পর্যাটকের সংখ্যা নেই বললেই চলে।
দার্জিলিংয়ে পুজোর ভিড় নেই, ব্যবসায়ীদের উদ্বেগ ক্রমশ প্রকট (Darjeeling)
চলতি মাসের শেষ পুজো। ইতিমধ্যে অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছে। আবার অনেকে কোথায় ঘুরতে যাবে তার প্ল্যান করে ফেলেছে। কারণ, পুজোর সময় ঘুরতে যেতে সকলের চায়। এবার আপনিও যদি পুজোর সময় দার্জিলিং ঘুরতে যান। তবে এই বছর দার্জিলিং (Darjeeling) এর চিত্রটা কিছুটা আলাদা।
আরও পড়ুন: উৎসবের আগে মুখের ব্রণ এড়াতে নতুন স্কিনকেয়ার রুটিন, মেনে চলুন বিশেষজ্ঞদের নির্দেশনা
চলতি বছর বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে বেশি। ঘন ঘন পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টি ও ধস নামছে। যার ফলে পরিবহন ব্যবস্থা বেশিরভাগ সময় বন্ধ থাকছে। তবে সামনেই পূজো এই সময় দার্জিলিং অথবা উত্তরবঙ্গের একাধিক জায়গায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন থাকে।
কারণ এই সময় ঘুরতে গেলে ম্যাল রোডে আপনি জমজমাট আড্ডা দেখতে পারবেন। পাশাপাশি পারবেন জয় রাইড করতে পারবেন। তবে এই সাধারণ পরিচিত ছবিটা এই বছর অনেকটাই আলাদা। প্রাকৃতিক পরিবেশের দুর্যোগের কারণে বহু মানুষ ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যানসেল করছে।
এর ফলে টুরিস্ট ব্যবসায়ী থেকে শুরু করে হোটেলের মালিকেরা যথারীতি চাপের মুখে পড়েছে। তাদের মতে এই ব্যবসার সিজেনে অধিকাংশ হোটেলের রুম ফাঁকা পড়ে রয়েছে। আর এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ী থেকে দার্জিলিং-এর (Darjeeling) হোটেলের মালিকদের।