কার নির্দেশে বিমানবন্দরে আটকানো হয়েছিল সুকান্ত মজুমদারকে? ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চাইল লোকসভার সচিবালয়

Published on:

Published on:

Sukanta Majumdar Allegedly Stopped at Kolkata Airport During PM Modi’s Visit

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা সফর শেষ করে দিল্লি ফিরে যাওয়ার দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কিন্তু সেদিন নাকি রাজ্যের মন্ত্রী কে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হলেও বিমানবন্দর পুলিশ সুকান্ত মজুমদারকে গেটে আটকে দেয়।

এরপর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) বিমানবন্দরে আটকানোর ঘটনাকে ঘিরে তৈরি হয় রাজনৈতিক জটিলতা। এই ঘটনার তদন্ত ও ব্যাখ্যা চেয়ে লোকসভার সচিবালয় সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে। ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কী ঘটেছিল সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সাথে?

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অভিযোগ, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে প্রথম ব্যারিকেডেই তাঁর গাড়ি আটকানো হয়। অন্যদিকে, একই সময়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসুকে কোনো বাধা দেওয়া হয়নি। তার গাড়ি ৪ নম্বর ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে পেরেছিল। সুকান্ত মজুমদার চিঠিতে উল্লেখ করেছেন, গাড়ি আটকের কারণ জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা জানায়, ‘ম্যাডাম বারণ করেছেন’। সুকান্ত মজুমদারের অভিযোগ, এতে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তাকে আটকানো হয়েছিল।

Sukanta Majumdar Allegedly Stopped at Kolkata Airport During PM Modi’s Visit

আরও পড়ুনঃ সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ, বৌবাজার বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত খালিদের মুক্তিতে ‘ব্রেক’ টানল হাই কোর্ট

সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) চিঠির পর লোকসভার সচিবালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ঘটনাটি জানতে চেয়েছে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনা নিয়ে রাজ্যের কাছে আরও বিস্তারিত তথ্য চাইবে বলে জানা যাচ্ছে।

এই ঘটনায় কি ধরনের ব্যাখ্যা পাওয়া যাবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী সফরের দিন কেন্দ্রের মন্ত্রীকে (Sukanta Majumdar) এভাবে আটক এবং ভিভিআইপি সুবিধার পার্থক্য রাজনৈতিক ও প্রশাসনিক তর্কের জন্ম দিয়েছে।