একী কাণ্ড! বন্ধ হয়ে গেল মুকেশ আম্বানির এই কোম্পানি, কী জানাল Reliance Industries?

Published on:

Published on:

What did Reliance Industries say about the closure of this company?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি তাঁর একটি কোম্পানিকে অবলুপ্ত করেছেন। ওই কোম্পানিটির নাম হল রিলায়েন্স গ্লোবাল প্রজেক্ট সার্ভিসেস। যেটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) একটি সহযোগী প্রতিষ্ঠান। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে কেন এই কোম্পানিটি বন্ধ হল? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কী জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)?

উল্লেখ্য যে, ইতিমধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) ঘোষণা করেছে তার সহযোগী প্রতিষ্ঠান, রিলায়েন্স গ্লোবাল প্রজেক্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, গত ২০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে বিলুপ্ত (ডিজলভ) করা হয়েছে। যার ফলস্বরূপ, সেটি আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহায়ক সংস্থা হিসেবে বিবেচিত হবে না।

What did Reliance Industries say about the closure of this company?

কেন এটি বন্ধ করা হয়: জানিয়ে রাখি যে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের এক্সচেঞ্জ ফাইলিংয়ে রিলায়েন্স গ্লোবাল প্রজেক্ট কেন বন্ধ করা হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করে বলেনি। তবে, অনুমান করা হচ্ছে যে এই সিদ্ধান্তটি RIL-এর অভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া তথা ইন্টারনাল রিস্ট্রাকচারিং প্রসেসের অংশ হতে পারে। যার লক্ষ্য হল, কোম্পানির কার্যক্রমকে সুবিন্যস্ত করা এবং ব্যবসায়িক কৌশলকে শক্তিশালী করা।

আরও পড়ুন: “প্রতিপক্ষকে পরোয়া করি না”, এশিয়া কাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশ

শেয়ার আবারও ১,৩৮৯ টাকার নিচে নেমেছে: উল্লেখ্য যে, শেয়ার বাজারে রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারের দাম ফের ১,৪০০ টাকার নিচে নেমে গেছে। মঙ্গলবার এই শেয়ারের দাম ১,৩৮৯.৮০ টাকায় বন্ধ হয়েছে।

আরও পড়ুন: CAB সভাপতি হিসেবে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলির! ইডেন গার্ডেন্স ও T20 বিশ্বকাপ নিয়ে মেগা পরিকল্পনা

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)