বাংলাহান্ট ডেস্ক : এবার পুজোয় বক্স অফিসে সম্মুখ সমরে ভিড়তে চলেছেন টলিউডের রথী মহারথীরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। এবারের শারদীয়ায় মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। মুখ্য চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থাকলেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় এই ছবিতে দেখা যাবে তাঁকে। এবার এই ছবির জন্য প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) শুভেচ্ছা জানালেন খোদ অমিতাভ বচ্চন।
প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee) শুভেচ্ছা অমিতাভের
দেবী চৌধুরাণীর ট্রেলার শেয়ার করে বাংলায় টুইট করেছেন বিগ বি। তিনি লিখেছেন, ‘বুম্বা অনেক শুভেচ্ছা, তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা!’ ধন্যবাদ ফিরিয়ে দিয়েছেন প্রসেনজিৎ(Prosenjit Chatterjee)। তিনি লিখেছেন, ‘আপনার শুভেচ্ছা এবং উৎসাহ শুধু আমার কাছে নয়, পুরো টিমের কাছেই খুব গুরুত্বপূর্ণ, ধন্যবাদ অমিতজি’।
মুক্তি পাচ্ছে দেবী চৌধুরাণী: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর গাথা ‘আনন্দমঠ’ এর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘দেবী চৌধুরাণী’ ছবি। ব্রিটিশ শাসিত বাংলায় দেবী চৌধুরাণীর গুরু ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎকে (Prosenjit Chatterjee)। ট্রেলারে গেরুয়া বসন, মাথায় লাল কাপড়ের ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে আঁকা রক্ততিলক এই সাজেই দেখা মিলেছে অভিনেতার।
T 5511 – all good wishes Bumba .. তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা !!https://t.co/SXKo6evLcb#DeviChowdhurani #LegacyOfCourage
— Amitabh Bachchan (@SrBachchan) September 23, 2025
আরও পড়ুন : সোমবারের বৃষ্টি ‘অ্যাবনর্মাল’, শহরবাসীর দুর্ভোগ চরমে, মেয়র বললেন ‘প্রকৃতির সঙ্গে লড়ার ক্ষমতা নেই’
পূরণ হচ্ছে লম্বা অপেক্ষা: প্রসেনজিতের (Prosenjit Chatterjee) কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে দেবী চৌধুরাণী। শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবিটি নিয়ে দীর্ঘদিন ধরেই উন্মাদনা ছিল দর্শকদের মধ্যে। অবশেষে পুজো উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। ভবানী পাঠক হয়ে পর্দায় কী চমক দেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee), সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আরও পড়ুন : ‘যতক্ষণ না…’, জমা জলে ওঁত পেতে মৃত্যু ফাঁদ! বড় সিদ্ধান্ত CESC-র
প্রসঙ্গত, ইদানিং টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের জায়গা পাকা করে ফেলেছেন প্রসেনজিৎ। হিন্দি ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুটা ‘আঁখিয়া’ ছবির হাত ধরে হয়েছিল। তবে বাংলা ছবির দিকে মনোযোগ দিতে গিয়ে আর হিন্দি ছবি নিয়ে তেমন মাথা ঘামাননি প্রসেনজিৎ। ২০১২ তে ‘সাংহাই’ এর হাত ধরে আবার ফেরেন তিনি বলিউডে। তবে সম্প্রতি পরপর ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ দিয়ে শোরগোল ফেলে দেন প্রসেনজিৎ। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘দেবী চৌধুরাণী’।