সোশ্যাল মিডিয়ার কারণে উচ্ছন্নে যাচ্ছে যুব সমাজ! ফেসবুক, এক্স নিষিদ্ধ করতে চলেছে পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক : পড়শি দেশ পাকিস্তানে (Pakistan) বিরাট শোরগোল। সূত্রের খবর, পাক মাটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম (Social Media) নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই পাকিস্তানের সেনেটে (পাকিস্তানের লোকসভাকে বলা হয় সেনেট) ফেসবুক, এক্স, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ইত্যাদির মত সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার দাবিতে একটি প্রস্তাব পেশ করা হয়েছে।

সূত্রের খবর, এই প্রস্তাবটি পেশ করেছেন পিপলস পার্টির সিনেটর (পাকিস্তানি সাংসদ) বাহরামান্দ টাঙ্গি। তবে মজার বিষয় হল, পিপলস পার্টির এই সিনেটরের মেয়াদ আগামী ১১মার্চ পর্যন্তই। এইদিন প্রস্তাবে বলা হয়েছে ‘তরুণ প্রজন্মকে এর নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করতে হবে’।

প্রস্তাবটিতে আরও বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়া দেশের তরুণ প্রজন্মকে খারাপভাবে প্রভাবিত করছে। আমাদের ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এই কারণে ভাষা ও ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিদ্বেষ বাড়ছে।’ সূত্রের খবর, আগামী সোমবার পাকিস্তানের সিনেটে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন : ২ লক্ষ পার, নাম ঘোষণা হতেই টার্গেট ফিক্সড করলেন সৌমিত্র খাঁ, উল্লাসে মত্ত বাঁকুড়া

টাঙ্গীর কথায়, সোশ্যাল মিডিয়া কোনও ভালো কাজে লাগেনা। এর মাধ্যমে জাতীয় কাজ তো হয়না উল্টে দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। এছাড়াও সামাজিক মিডিয়াতে এমনসব ভুয়ো খবর প্রচার করা হয়, যা দাবানলের মত ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, পাকিস্তানে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের দাবি এমন সময়ে তোলা হচ্ছে যখন সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : আম্বানির অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শাহরুখের! তবে কী বিজেপিতে? জল্পনা বাড়ালেন বাদশা

malda

আসলে পিটিআই-এর উপর সমস্ত সরকারী বিধিনিষেধ এবং চাপ সত্ত্বেও, ইমরান খানের দল সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সর্বাধিক আসনে জয়লাভ করে। তারপর থেকেই পিটিআই-এর বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার অভিযোগ ওঠে। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রয়াসকে ইমরান খান ও তার দলের ওপর চাপ সৃষ্টির চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে। যদিও পিপিপি নাকি টাঙ্গীর এই প্রস্তাব থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। উল্লেখ্য, এর আগে দলবিরোধী কর্মকাণ্ডের কারণে সম্প্রতি টাঙ্গীকে দল থেকে বরখাস্ত করেছিল পিপিপি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর