‘ঠান্ডা করতে দু’মিনিট সময় লাগবে…’, ফুঁসে উঠলেন দিলীপ, প্রার্থী তালিকা ঘোষণা হতেই কী এমন হল?

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য শনিবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৯৫ প্রার্থীর সেই তালিকায় যাঁদের নাম নেই তার মধ্যে অন্যতম হলেন মেদিনীপুরের আসন বা সেখানকার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এদিন মেদিনীপুর থেকেই তৃণমূল সরকারকে নিশানা করলেন তিনি।

গত প্রায় দু’মাস ধরে সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে সরগরম বাংলা। লোকসভা ভোটের আগে বিরোধীদের বিশেষত বিজেপির অন্যতম হাতিয়ার এটি। দু’দিনের বঙ্গ সফরে এসে সন্দেশখালির ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার এই নিয়ে সুর চড়ালেন দিলীপ ঘোষ। এদিন তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ‘রাজ্য ধ্বংস’ করার অভিযোগ আনেন তিনি। বিজেপি সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর সমস্যা সমাধান করতে পারেন, তাহলে বাংলার মধ্যে চলতে থাকা নৈরাজ্য ঠাণ্ডা করতে তাঁর ২ মিনিট সময় লাগবে।

সন্দেশখালির ঘটনা এবং সেই ঘটনার প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) গ্রেফতারিতে দেরি হওয়া নিয়েও তৃণমূলকেই (TMC) কাঠগড়ায় তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গুন্ডা-ধর্ষকদের তৃণমূলের পতাকার নীচে সুরক্ষা প্রদান করা হয়। বিরোধী এবং সংবাদমাধ্যমের চাপেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জনপ্রিয় এক সংবাদসংস্থার কাছে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, রাজ্যের প্রত্যেকটি কোণায় গুন্ডা-ধর্ষক আছে। তৃণমূলের (Trinamool Congress) পতাকার নীচে তাঁরা সুরক্ষিত আছেন। বিজেপি (BJP) নেতার অভিযোগ, একজন ধর্ষক এবং অপরাধীকে প্রায় ২ মাস বাঁচিয়েছে তৃণমূল কংগ্রেস।

dilip ghosh

আরও পড়ুনঃ ‘ব্যাঙ্কটাই উড়িয়ে দেব’, ম্যানেজারকে হুমকি, ভোটের আগে তৃণমূল নেতার দাপাদাপিতে প্রাণ ভয়ে কর্মীরা

তবে বিজেপির লাগাতার প্রতিবাদ এবং সংবাদমাধ্যমের চাপের জেরে তাঁকে বাধ্য হয়ে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এরপর দলও তাঁকে সাসপেন্ড করে। দিলীপ ঘোষের কথায়, বাংলাকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল। সম্পত্তি থেকে শুরু করে মহিলাদের আব্রু, সম্ভ্রম সবকিছুই লুণ্ঠন করছে তারা। তবে বিজেপি নেতার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কাশ্মীর সমস্যা সমাধান করতে পারেন, তাহলে বাংলায় চলতে থাকা নৈরাজ্য ঠাণ্ডা করতে তাঁর ২ মিনিট সময় লাগবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর