বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাতভর বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছিল কলকাতা শহর। তবে মঙ্গলবার দিনভর আর তেমন বৃষ্টি হয়নি। অবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি যে একেবারে হবে না, তেমন নয়। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন করে উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের বিপর্যয়ের সম্ভবনা।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather Update
আজ বুধবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ দাঁড়াতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। এই পরিস্থিতিতে গোটা দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ফের নিম্নচাপের আশঙ্কা
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়বে দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন ওই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের কারণে বাংলার উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, আর ওডিশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই আগামী ৫ দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। শনিবার বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা সহ অন্যান্য জেলায়ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
কলকাতায় (Kolkata Weather) আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন জায়গায়। রবিবার পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস।
আরও পড়ুনঃ আজকের রাশিফল ২৪ সেপ্টেম্বর, ব্যবসায় বাজিমাত এই চার রাশির
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather Update
দক্ষিণবঙ্গ (South Bengal Weather) বৃষ্টিতে ভেসে গেলেও উত্তরবঙ্গে (North Bengal Weather) ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি বা ভারী বৃষ্টি নেই। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার পার্বত্য এলাকায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।