বাংলা হান্ট ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। তার মধ্যেই সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Price) আকাশছোঁয়া। যার ফলে চিন্তায় পড়েছেন ক্রেতা থেকে বিক্রেতারা। দেখুন আজকের গোল্ড প্রাইস।
বুধবার বাজারে সোনার দাম কত যাচ্ছে এক নজরে দেখে নিন (Gold Price)
সোনার দামে (Gold Price) আগুন। উৎসবের আবহে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছে। এমনকি ২২ ক্যারেট সোনার দাম পার করেছে ১ হাজারের গণ্ডি। প্রসঙ্গত, সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। দেখে নিন আজকের রেট।
আরও পড়ুন: বাংলাদেশি ইলিশের বন্যা! ভোজনরসিকদের মুখে হাসি, কেজি প্রতি দাম কত?
বুধবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১০৯০৫ টাকা (+২০৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১০৯০৫০ টাকা (+২,০৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৭৫ টাকা (+২১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১১৪৭৫০টাকা (+২১৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১১৪১৫টাকা (+২১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১১৪১৫০টাকা (+২১৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। বুধবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৩৫৪.৫(-১১,৯৮৬) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৩৫৪৫(-১১৯৮৫৫) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৩৫৩.৫টাকা (-১১৯৭৭)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৩৫৩৫টাকা (-১১৯৭৬৫)।
হলুদ ধাতুর দর বাড়ার বিষয়ে বিশেষজ্ঞদের মনে করছেন ভূ-রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক মন্দা অন্যতম কারণ। এই অবস্থা না কাটলে সোনার দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে সোনার দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা (Gold Price) খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ।