এবার অস্ট্রেলিয়ায় দাপট বৈভব সূর্যবংশীর! গড়লেন দুর্ধর্ষ রেকর্ড, অবাক গোটা ক্রিকেটবিশ্ব

Published on:

Published on:

Vaibhav Suryavanshi has now set a new record.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অভিজ্ঞ ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবার অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। বৈভব দ্বিতীয় ইউথ ODI-তে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে দুর্দান্ত শুরু এনে দেন। প্রথম ওভারেই অধিনায়ক আয়ুষ মাত্রে শূন্য রানে আউট হওয়ার পর, বৈভব সূর্যবংশী এবং বিহান মালহোত্রা দলের ইনিংসের দায়িত্ব নেন এবং অস্ট্রেলিয়ান বোলারদের নিজেদের দাপট দেখাতে থাকেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন বৈভব। এর আগে, প্রথম ODI ম্যাচে তিনি ২২ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন।

অস্ট্রেলিয়াতেও দাপট বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi):

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো হাফ-সেঞ্চুরি: অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ৫৪ বলে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওই ইনিংসের দ্বিতীয় বলেই কোনও রান না করে আউট হন অধিনায়ক আয়ুষ মাত্রে। এরপর বৈভব সূর্যবংশী এবং বিহান মালহোত্রা সাবধানে খেলতে শুরু করেন। সবথেকে চমকপ্রদ বিষয় হল, বৈভব বর্তমানে ইউথ ODI-তে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড অর্জন করেছেন। তিনি মাত্র ১০ টি ইনিংসে এখনও পর্যন্ত ৪১ টি ছক্কা মেরেছেন। যেটি একটি বিরাট রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। এই তালিকায় তার পরেই রয়েছেন উন্মুক্ত চাঁদ। তিনি ২১ টি ইনিংসে ৩৮ টি ছক্কা মেরেছিলেন।

ওই ইনিংসে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) প্রথম ৪১ বলে মাত্র ২১ রান করেন। যার মধ্যে ছিল ২ টি চার এবং ১ টি ছক্কা ছিল। এরপর, বৈভবঝোড়ো ব্যাটিং শুরু করেন এবং মাত্র ১৩ বলে ৩১ রান করেন। যেখানে ছিল ৪ টি ছক্কা এবং ১ টি চার। তবে, তিনি সেঞ্চুরি থেকে কিছুটা দূরেই আটকে যান। ৬৮ বলে ৭০ রান করেন বৈভব। যার মধ্যে ৬ টি ছক্কা এবং ৫ টি চার ছিল। তিনি ১০৯ বলে বিহানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন।

আরও পড়ুন: মিস করবেন না এই সুযোগ! মাত্র ৪৯,৯৯৯ টাকায় বাড়িতে আনুন Ola-র স্কুটার এবং বাইক

ইংল্যান্ডেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন বৈভব: জানিয়ে রাখি যে, অস্ট্রেলিয়া সফরের আগে, বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ইংল্যান্ড সফরেও নিজের দাপট দেখিয়েছিলেন। সেই সময়ে, তিনি ৫ টি ইউথ ODI-তে করেছিলেন ৩৫৫ রান। যার মধ্যে ১ টি সেঞ্চুরি এবং ১ টি হাফ-সেঞ্চুরি ছিল।

আরও পড়ুন: উৎসবের মরশুমে নিশ্চিন্তে হবে সফর! ১২,০০০ স্পেশাল ট্রেন চালাবে রেল, কবে থেকে শুরু পরিষেবা?

১৪ বছর বয়সী খেলোয়াড় ইংল্যান্ডে চার ও ছক্কার বৃষ্টি করেছিলেন। যার কারণে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে দর্শনীয় জয় অর্জন করেছিল। সেই রেশ বজায় রেখেই এবার বৈভব (Vaibhav Suryavanshi) অস্ট্রেলিয়াতেও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করছেন। প্রথম ম্যাচে তিনি ২২ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন এবং দ্বিতীয় ম্যাচে তিনি দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করলেন।