রয়েছে গুরুতর অভিযোগ! ক্রিকেট থেকে আমেরিকাকে নির্বাসিত করল ICC

Published on:

Published on:

Why did the ICC suspends USA Cricket?

বাংলা হান্ট ডেস্ক: ক্রীড়া অনুরাগীদের জন্য এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC তাৎক্ষণিকভাবে USA ক্রিকেটের (USA Cricket) সদস্যপদ সাসপেন্ড করার ঘোষণা করেছে।

আমেরিকাকে (USA Cricket) নির্বাসিত করল ICC:

বিষয়টির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ICC জানিয়েছে, গত এক বছরের বিষয় পর্যালোচনা এবং একাধিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ICC অভিযোগ করেছে যে, USA ক্রিকেট (USA Cricket) ICC-র সদস্য হিসেবে তাদের দায়িত্ব বারংবার এবং ধারাবাহিকভাবে লঙ্ঘন করছে।

এদিকে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে অলিম্পিক ক্যালেন্ডারে ক্রিকেটের ফিরে আসার আগেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও, ICC আমেরিকার জাতীয় দলকে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং এই জমকালো ইভেন্টের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অনুমতি দিয়েছে।

আরও পড়ুন: এবার অস্ট্রেলিয়ায় দাপট বৈভব সূর্যবংশীর! গড়লেন দুর্ধর্ষ রেকর্ড, অবাক গোটা ক্রিকেটবিশ্ব

কী জানিয়েছে ICC: নিজেদের সিদ্ধান্তের প্রসঙ্গে ICC জানিয়েছে, “ICC বোর্ডের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তটি ICC সংবিধানের অধীনে ICC সদস্য হিসেবে USA ক্রিকেটের (USA Cricket) বারবার এবং ধারাবাহিকভাবে তাদের দায়িত্ব লঙ্ঘনের ওপর ভিত্তি করে” নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিস করবেন না এই সুযোগ! মাত্র ৪৯,৯৯৯ টাকায় বাড়িতে আনুন Ola-র স্কুটার এবং বাইক

পাশাপাশি, ICC আরও জানিয়েছে যে, “মূলত, কার্যকরী শাসন কাঠামো বাস্তবায়নে ব্যর্থতা, মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটি এবং প্যারাঅলিম্পিক কমিটির (USOPC) সঙ্গে জাতীয় গভর্নিং বডি মর্যাদা অর্জনে অগ্রগতির অভাব এবং আমেরিকা ও বিশ্বজুড়ে ক্রিকেটের সুনামের উল্লেখযোগ্য ক্ষতি হয় এমন পদক্ষেপ সামিল ছিল।”