বাংলা হান্ট ডেস্কঃ এবছর দুর্গাপুজো (Durga Puja 2025) ঘিরে একাধিক নিয়ম কানুন জারি করা হয়েছে। এর মধ্যেই আবার পুজো নিয়ে বড় ঘোষণা করল জেলা পুলিশ। এবারের উৎসবে চাইনিজ এলইডি ইলেকট্রিক ডিসপ্লে বোর্ড ব্যবহার একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত বছর এই ধরনের ডিসপ্লে বোর্ড হ্যাক করে অশালীন মন্তব্য ভাইরাল হওয়ার ঘটনার পরই কড়া পদক্ষেপের নিল পুলিশ।
বিভ্রান্তিমূলক বার্তা ভাইরাল হওয়ার ঝুঁকি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওইসব এলইডি ডিসপ্লে সাধারণত আট ডিজিটের সহজ পাসওয়ার্ডে সুরক্ষিত থাকে। বছরের পর বছর একই পাসওয়ার্ড ব্যবহারের ফলে তা বহুজনের কাছে ফাঁস হয়ে যায়। ডেকরেটররা প্রায়শই উদ্যোক্তাদের মোবাইল ফোনেই বিশেষ অ্যাপ ইন্সটল করে দেন, যেখান থেকে বোর্ডে লেখা ভেসে ওঠে। ফলে সহজেই বিভ্রান্তিমূলক বার্তা কিংবা অশালীন মন্তব্য ভাইরাল হওয়ার ঝুঁকি তৈরি হয়।
পুজোয় (Durga Puja 2025) চাইনিজ এলইডি ব্যবহার নিয়ে কড়া নির্দেশ পুলিশ সুপারের
মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন, জেলার প্রতিটি থানায় পুজো (Durga Puja 2025) কমিটির সঙ্গে বৈঠক করে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, কোথাও এই বোর্ড ব্যবহার করা যাবে না। বিশেষ নজর থাকবে বেলডাঙা এবং সংলগ্ন এলাকায়। নিরাপদ উৎসবের স্বার্থে পুলিশ সব রকম পদক্ষেপ নিচ্ছে বলেই দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ ভোটার তালিকা থেকে আর সহজে বাদ যাবে না নাম, নতুন প্রযুক্তি চালু করল নির্বাচন কমিশন
জেলা পুলিশের পক্ষ থেকে আইসি, ওসি, এসডিপিও ও ডিএসপি-দের নিয়ে বড় বৈঠক করা হয়েছে। প্রতিটি পুজো (Durga Puja 2025) উদ্যোক্তা, ডেকরেটর মালিক ও আলোকসজ্জা ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা মানতেই হবে। পুলিশের মতে, সহজলভ্য পাসওয়ার্ড ও ওপেন অ্যাক্সেসের এই সিস্টেম যে কোনও সময় বড় অপরাধের রাস্তা খুলে দিতে পারে। তাই কঠোরভাবে চাইনিজ এলইডি বোর্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।