বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দিতে হবে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোকে। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে ফের ধাক্কা খেল রাজ্য। বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবিলম্বে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে বদলির নোটিফিকেশন খারিজ করে অনিকেতকে আরজি করেই পোস্টিং দিতে হবে। একই সঙ্গে বলা হয়, নির্ধারিত সময়ে নিয়োগপত্রও তুলে দিতে হবে রাজ্যকে।
রাজ্যে সিদ্ধান্তকে ‘সিরিয়াস ভুল’ বলে উল্লেখ করে আদালত (Calcutta High Court)
আদালতের (Calcutta High Court) বক্তব্য, রাজ্য সরকারের সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। অধিকাংশ চিকিৎসকের ক্ষেত্রে মেধার ভিত্তিতে পোস্টিং হলেও, অনিকেত মাহাতো এবং আরও এক চিকিৎসকের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি। কেন এমন ব্যতিক্রম ঘটল, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি রাজ্য। অনিকেতকে রায়গঞ্জে বদলি করাটা রাজ্যের এক ‘সিরিয়াস ভুল’ বলে উল্লেখ করে আদালত।
এর আগে রাজ্য সরকারের দাবি ছিল, চিকিৎসকদের বেতন যেহেতু সরকার দেয়, তাই এই মামলার শুনানি হওয়া উচিত সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট)। কিন্তু কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) সেই যুক্তি মানতে নারাজ। বরং আদালতের নির্দেশ দেয় যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত কিংবা অন্য কোনও চিকিৎসকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
শুধু অনিকেত নন, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদার নামের আরও দুই চিকিৎসকও বদলি নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছেন। তাঁদের অভিযোগ, এমডি ও এমএস প্রশিক্ষণের মাঝেই রাজ্য তাঁদের অন্যত্র বদলি করেছে। অথচ তাঁরা কোনও স্থায়ী চাকরিতে নন, বরং চুক্তিভিত্তিক প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে তাঁদের ক্ষেত্রে বদলির প্রশ্নই ওঠে না। তবে অনিকেতের বিষয়ে রায় দিলেও, বাকি দুই চিকিৎসকের ইস্যুতে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি আদালত। এর ফলে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
আরও পড়ুনঃ অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, দায় কার? ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে একাধিক মামলা
প্রসঙ্গত, চিকিৎসকদের বদলির মামলায় আগেও একাধিকবার হোঁচট খেয়েছে রাজ্য সরকার। এবারও সেই ধারাই অব্যাহত থাকল। আদালতের (Calcutta High Court) বুধবারের রায় কার্যকর হলে, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোর পোস্টিং আরজি করেই হবে বলে নিশ্চিত করা হয়েছে।