এগোচ্ছে আরও এক নিম্নচাপ! চতুর্থী থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর জানুন

Published on:

Published on:

South Bengal Weather which districts are on alert from chaturthi during rain

বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহের শেষে পুজো। তবে আবহাওয়া পরিস্থিতি যথারীতি ভয় ধরাচ্ছে। মঙ্গলবার দিনভর বৃষ্টি না হলেও। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কাল অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন করে উত্তর-পশ্চিম ও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলা।

পুজোর মরশুমে কেমন থাকবে দক্ষিণবঙ্গের বঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

এক রাত আগের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা ও শহরতলীর জনজীবন। এমনকি এই বৃষ্টির ফলে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এরমধ্যে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে এই বৃষ্টি হয়েছে। সম্ভাবনা এখনো নেই। আবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা মায়ানমার থেকে ক্রমে বাংলা থেকে সরে আসছে ঘূর্ণাবর্তে। এর ফলে পুজোর সময় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস।

South Bengal Weather which districts are on alert from chaturthi during rain

আরও পড়ুন: সতর্কতার সঙ্গে পুজোর আগে ডায়েটে রাখুন চিয়া সিডস! নাহলেই বিরূপ প্রভাব পড়বে শরীরে

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওপরে যে নিম্নচাপটি ছিল একই জায়গায় রয়েছে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণবার্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে। যার ফলে ১২ ঘণ্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে বলে  হাওয়া অফিস। যার ফলে পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন হাওয়া অফিস।

এছাড়াও এই নিম্নচাপের কারনে, বাংলার উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থাকে মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি ওড়িশার সংলগ্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এই নিম্নচাপের ফলে আগামী পাঁচ দিন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

পুজোর সময় দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও। উত্তরবঙ্গে (North Bengal Weather) সেই ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবার পার্বত্য এলাকায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।